এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরভোটের লড়াইতে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দুই ঘনিষ্ঠ, কে জিতবেন শেষ অব্দি?

পুরভোটের লড়াইতে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দুই ঘনিষ্ঠ, কে জিতবেন শেষ অব্দি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সকাল থেকে শুরু হয়ে গেছে কলকাতা পুরসভার বহুপ্রতীক্ষিত ভোট গণনা। 144 টি ওয়ার্ডের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে গত রবিবার। তবে এবার বেশ কয়েকটি ওয়ার্ডের ওপর নজর রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। যার মধ্যে অন্যতম হলো 68 নম্বর ওয়ার্ড। এবং তার কারণ এই ওয়ার্ড থেকে এতদিন পর্যন্ত বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় লড়াই চালিয়েছেন। কিন্তু তিনি সদ্য প্রয়াত হওয়ায় তার এই ওয়ার্ড নিয়ে দুই ঘনিষ্ঠের লড়াই কিন্তু এই ওয়ার্ডকে লাইম লাইটে নিয়ে এসেছে।

বালিগঞ্জের অভিজাত এই ওয়ার্ডে এই মুহূর্তে নজর রয়েছে সংবাদমাধ্যমের। এই ওয়ার্ড থেকে তৃণমূলের হয়ে লড়াই করছেন বিদায়ী কাউন্সিলর তথা কো-অর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায়। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে প্রথমে টিকিট দেওয়া হয়েছিল প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে পিছিয়ে আসতে হয়েছে শাসকদল তৃণমূলকে। এবং রাতারাতি টিকিট দেওয়া হয়েছে সুদর্শনা মুখোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে তনিমা চট্টোপাধ্যায় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নির্দল হিসাবে লড়াইয়ে নেমেছেন। ফলস্বরূপ তাঁকে বহিষ্কারের চিন্ততাভাবনা পর্যন্ত করেছে শাসকদল। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা স্বীকার করে নিচ্ছেন, তনিমা চট্টোপাধ্যায় এবং সুদর্শনা মুখোপাধ্যায় দুজনেই দাপুটে নেত্রী। পাশাপাশি দুজনেই একই দলের নেত্রী। এই নিয়ে রাজনৈতিক পারদও চড়ছে। তাই 68 নম্বর ওয়ার্ডের দুই রাজনৈতিক নেত্রীর লড়াইতে শেষ পর্যন্ত কে জিতবেন সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!