এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজভবনে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, হিংসা নিয়ে মাস্টারস্ট্রোক গেরুয়া শিবিরের!

রাজভবনে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, হিংসা নিয়ে মাস্টারস্ট্রোক গেরুয়া শিবিরের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে ক্রমাগত ঘটে চলা হিংসা নিয়ে রীতিমতো উদগ্রীব ভারতীয় জনতা পার্টি। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মারা গিয়েছেন 45 জন মানুষ। আর তারপরেই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় বিজেপি। যেখানে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলায় পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তারা একাধিক জায়গা পরিদর্শন করেছেন। আর এবার রাজভবনে পৌঁছে গেল বিজেপির সেই কেন্দ্রীয় প্রতিনিধি দল।

প্রসঙ্গত, আজ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে বিজেপির চার সদস্যের প্রতিনিধিদল রাজভবনে যায়। যেখানে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন তারা। মূলত, পশ্চিমবঙ্গে যেভাবে হিংসা ঘটনা ঘটছে, তা নিয়ে রাজ্যপালের কাছে আরও একবার তথ্য তুলে ধরে রাজ্য প্রশাসনের চাপ বাড়িয়ে দিলেন এই বিজেপি নেতারা। সামান্য একটি স্থানীয় নির্বাচনকে ঘিরে যে পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই উস্মা প্রকাশ করেছেন বিজেপির এই কেন্দ্রীয় নেতারা।

বলা বাহুল্য, ইতিমধ্যেই বাংলায় ঘটে যাওয়া লাগাতার হিংসার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। বাংলায় ফিরে এসে ইঙ্গিতপূর্ন মন্তব্য করেছেন তিনি। এদিকে বাংলার বিজেপি নেতারাও দাবি করছেন, অবিলম্বে পশ্চিমবঙ্গে 355 ধারা জারি করতে হবে। পুলিশকে নিরপেক্ষ করতে হবে। আর এই জোরালো দাবির মাঝে কেন্দ্রীয় বিজেপির প্রতিনিধি দল যেভাবে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে পৌঁছে গেল, তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।

পর্যবেক্ষকদের মতে, বাংলার পরিস্থিতি নিয়ে ক্রমাগত বিভিন্ন দিক থেকেই তথ্য সংগ্রহ করে তৃণমূল সরকারকে চাপে রাখতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই বাংলার বিজেপি নেতারা দাবি করছেন, কেন্দ্র কড়া পদক্ষেপ গ্রহণ করুক। অন্যদিকে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকেও টিম পাঠানো হয়েছে। তারাও রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। অন্যদিকে রাজ্যপালের পক্ষ থেকেও একটি রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হয়েছে। ফলে চারিদিক থেকেই একটা পরিস্থিতি তৈরি করে আগামী দিনে বাংলার জন্য একটা বড় পদক্ষেপ কেন্দ্রের পক্ষ থেকে নেওয়া হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!