এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে বৈঠক,নেওয়া হলো নয়া সিদ্ধান্ত

পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে বৈঠক,নেওয়া হলো নয়া সিদ্ধান্ত

সামনের পঞ্চায়েত নিয়ে তৃণমূলের অন্দরেও শুরু হয়ে গেলো প্রস্তুতি। এদিন একদিকে যেমন যে কমিশনের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হল অন্যদিকে নবান্নেও বিজ্ঞপ্তি জারি করা হল। কেননা এই বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে যে,রাজ্য প্রশাসনের প্রধান কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে একটি পৃথক সেল খোলা হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর এই সেলের মাধ্যমে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখা হবে। জানা গেছে গোষ্ঠীদ্বন্দ্ব সামলে কাকে কোন আসনে প্রার্থী করা হবে,সেই নিয়েই শুরু হয়ে গেছে সেই বাছাই প্রক্রিয়া আর এর জন্য ভবানীপুরে দলীয় কার্যালয়ে বৈঠকে বসেছেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই প্রার্থী তালিকাতে পুরোনোদেরকেই মান্যতা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি প্রার্থী তালিকা। সব দিকে সামঞ্জস্য বজায় রেখেই চলছে প্রার্থী তালিকা বাছাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!