এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের প্রার্থী নিয়ে আতান্তরে তৃণমূল নেতারা

পঞ্চায়েতের প্রার্থী নিয়ে আতান্তরে তৃণমূল নেতারা

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নিবাচনে প্রার্থী বাছাই নিয়ে মহা বিপদে পড়েছে শাসকদল। এর প্রধান কারণ হলো গোষ্ঠীদ্বন্দ্ব। এক একটা আসনে দাবিদার অনেক, যার আসা পূর্ণ হবে না সেই যাবে অন্য দলে এমনটাও শোনা যাচ্ছে। ফলে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা এখন তৃণমূলের। সব জেলাতেই প্রায় একই অবস্থা। তবে মাত্রা ছাড়িয়েছে নিতুড়িয়া।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে এখানে ৫০টির বেশি জীবন-পঞ্জি জমা পড়েছে জেলাপরিষদে প্রার্থী হবে জন্য। রাজ্যস্তরেও অনেকে জীবন-পঞ্জি জমা দিয়েছেন ফলে নেতাদের কালঘাম ছুটছে।দলের অন্দরেই কান্নাঘর চলছে যে পরিস্থিতি এতটাই খারাপ যে তৃণমূল সব জায়গায় নির্বাচন পরিচালনার জন্য কমিটিও গঠন করতে পারেনি।এদিকে আবার চিন্তা বাড়িয়েছে রঘুনাথপুরের বিধায়ক পূর্ণ চন্দ্র বাউরির গোষ্ঠী ও নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষন প্রসাদ গোষ্ঠী। কাকে ছেড়ে কাকে রাখা হবে তা নিয়েও দ্বন্ধে পড়েছে নেতারা।তবে একথা মানাতে নারাজ নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষন প্রসাদ। তিনি জানান, “আমাদের ব্লকে কোথাও কোনও কোন্দল নেই। আলোচনার মাধ্যমে প্রার্থী ঠিক হবে। সেখানে একজনের মতামত গুরুত্ব পাবে না। সবাই মিলে যা বলবেন তাই হবে।”তবে যায় হোক প্রার্থী তালিকায় সিলমোহর দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আগামী পঞ্চায়েতে কে কে প্রার্থী হয় আর কেকে বাদ যায় তার দিকেই তাকিয়ে দলের কর্মী থেকে রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!