এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ৩৫৫ এর ভয়ে কি কাঁপছে তৃণমূল সরকার! ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফিরহাদের!

৩৫৫ এর ভয়ে কি কাঁপছে তৃণমূল সরকার! ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফিরহাদের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে পরিমাণ হিংসা বাংলায় সংগঠিত হয়েছে, তা দেখে হতবাক সকলেই। ইতিমধ্যেই 45 জন মানুষের প্রাণ চলে গিয়েছে। বঙ্গ বিজেপির নেতারা দাবি করছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যে 355 ধারা জারি করুক। অন্যদিকে রাজ্যপালের পক্ষ থেকেও কেন্দ্রকে রিপোর্ট পাঠানো হয়েছে। বাংলায় এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আর এই পরিস্থিতিতে সত্যিই কি বাংলায় জারি হতে চলেছে ৩৫৫ ধারা, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। আর এর মাঝেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে একটি প্রতিক্রিয়া দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “বিজেপি যতই ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাক, তা খায় না মাথায় দেয়, জানি না। তবে ৩৫৫ বা ৩৫৬ ধারা জারি করার ভয় যেন আমাদেরকে না দেখায়। কারণ এর আগেও এই ধারা জারি করতে গিয়ে সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়েছিল।”একাংশের প্রশ্ন, হঠাৎ করেই কেন ৩৫৫ ধারা জারির বিষয়টি উত্থাপন করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম! তাহলে কি সত্যি সত্যিই তিনি মনে করছেন যে, রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্র কিছু ভাবছে!

আর সেই খবর তার কাছে রয়েছে বলেই কি এবার বিজেপির বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার চেষ্টা করলেন এই হেভিওয়েট মন্ত্রী! অনেকে বলছেন, নিজেদের গাফিলতি রয়েছে, খুব ভালো করেই বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রীরা। যে পরিমাণ হিংসা হয়েছে, তা সত্যিই কাম্য ছিল না। তাই সেই কারণেই হয়তো ভয় থেকেই এই আশঙ্কা প্রকাশ করে পাল্টা ভয় দেখানোর চেষ্টা করছেন ফিরহাদ হাকিমের মতো নেতা-মন্ত্রীরা।

বিশেষজ্ঞদের মতে, চারিদিক থেকেই কার্যত হিংসা নিয়ে তৃণমূল সরকারকে ঘিরে ধরেছে বিরোধীরা। কেন্দ্রীয় সরকারের কাছেও একাধিক রিপোর্ট দিয়েছে। রাজ্যপাল লাগাতার ভাবে এই হিংসার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। স্বভাবতই তৃণমূল সরকারের অস্বস্তি ক্রমশ বাড়ছে। সম্ভাবনা তৈরি হয়েছে, খুব দ্রুত বড় পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় সরকার। আর সেই ব্যাপারে নিজে থেকেই ধারা জারির বিষয়টি উল্লেখ করে কেন্দ্রকে কৌশলগতভাবে পাল্টা আক্রমণের রাস্তা বেছে নিলেন ফিরহাদ হাকিম। অন্তত তেমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!