এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তৃণমূলের রিপোর্ট পজেটিভ নয়” মমতার অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক দিলীপ!

“তৃণমূলের রিপোর্ট পজেটিভ নয়” মমতার অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক দিলীপ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে লাগাতার হিংসা হয়েছে রাজ্যে। প্রচুর মানুষ মারা গিয়েছেন। আর তারপরেই বিজেপির কেন্দ্রীয় টিম বাংলায় এসেছে। তারা বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। আর এই ইস্যুতে বিজেপিকে পাল্টা কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। তবে শুধু বিজেপির পাঠানো এই টিম নয়, সরকারি যত টিম এসেছে, তাদের কাছে তৃণমূল সরকারের জন্য কোনো পজেটিভ রিপোর্ট নেই বলে জানিয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অর্থাৎ তৃণমূল যখন বিজেপির পাঠানো টিমকে কটাক্ষ করছে, তখন পাল্টা সরকারিভাবেও যে তৃণমূলের রিপোর্ট কার্ড খুব একটা ভালো নয়, তা স্পষ্ট করলেন এই বিজেপি নেতা।

প্রসঙ্গত, এদিন বিজেপির পাঠানো টিম নিয়ে তৃণমূলের পক্ষ থেকে লাগাতার কটাক্ষ করা হয়। আর সেই বিষয় নিয়েই প্রশ্ন করা হয় বিজেপি নেতা দিলীপ ঘোষকে। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “বিজেপি একটি রাজনৈতিক দল। তার কর্মীরা এখানে আক্রান্ত হচ্ছেন। তাই তাদের প্রতিনিধি দল এসেছে। কিন্তু শুধু বিজেপির প্রতিনিধি দল নয়, সরকারিভাবেও এর আগে পশ্চিমবঙ্গে অনেক টিম এসেছে। মানবাধিকার কমিশন এসেছে। কিন্তু কারওর কাছেই তৃণমূল সরকারের জন্য কোনো পজেটিভ রিপোর্ট নেই। কেউ তৃণমূল সরকারের জন্য কোনো পজেটিভ রিপোর্ট দেয় না।”

বিরোধীদের দাবি, বিজেপির তরফে টিম আসতেই তৃণমূল রাজনৈতিক খেলায় নামে গিয়েছে। তারা বলছে যে, বিজেপি বাংলার বদনাম করতে এই টিম পাঠিয়েছে। কিন্তু শুধু বিজেপির পাঠানো টিমেই যে বাংলার বদনাম হয় না, সরকারি টিমের পরোতে পরোতেও যে তৃণমূল সরকারের রিপোর্ট খুব একটা ভালো নয়, তা স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ। বুঝিয়ে দিলেন, তৃণমূল সরকারের রিপোর্ট সরকারি স্তরেও খুব একটা ভালো নয়।

বলা বাহুল্য, মিড ডে মিল থেকে শুরু করে একশো দিনের কাজ, বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় টিম এর আগেও রাজ্যে এসেছে। এমনকি মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও একাধিকবার বিভিন্ন টিম বাংলায় এসেছিল। তবে সেই সমস্ত টিমের রিপোর্টে তৃণমূল সরকারের বিরুদ্ধে বেশ কিছু দিক উঠে এসেছিল বলে দাবি বিরোধীদের। তাই তৃণমূল এখন হিংসা নিয়ে বিজেপির পাঠানো টিমকে কটাক্ষ করলেও, পাল্টা সরকারি টিমের তথ্য তুলে ধরে তৃণমূলকে চাপে ফেলে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!