এখন পড়ছেন
হোম > জাতীয় > মধ্যাহ্নভোজ করতে এসে দিয়েছিলেন প্রতিশ্রুতি, অমিত শাহের দিকে তাকিয়ে বাংলার এই গরিব পরিবার!

মধ্যাহ্নভোজ করতে এসে দিয়েছিলেন প্রতিশ্রুতি, অমিত শাহের দিকে তাকিয়ে বাংলার এই গরিব পরিবার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রায় এক বছরের কাছাকাছি সময়ে এসে উপস্থিত হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত নিজের দেওয়া প্রতিশ্রুতি পালন করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত বছরের নভেম্বর মাসে বাংলায় এসে বাঁকুড়ার দরিদ্র পরিবারে মধ্যাহ্নভোজে ছিলেন তিনি। যেখানে তার পাশাপাশি অনেক হেভিওয়েট বিজেপি নেতারা বিভীষণ হাঁসদা নামে এক ব্যক্তির বাড়িতে খাওয়া দাওয়া করেছিলেন।

আর সেই সময় সেই দরিদ্র ব্যক্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন, তার মেয়ের চিকিৎসার খরচের যেন সহযোগিতা করে কেন্দ্রীয় সরকার। সেই মতো প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু এখনও পর্যন্ত এই ব্যাপারে তারা কোনো খবর পাননি। যার কারণে এখন এক বছর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করা অনুরোধ কবে বাস্তবে ফলপ্রসূ হয়, তার দিকেই তাকিয়ে আছে এই গরীব পরিবার।

প্রসঙ্গত উল্লেখ্য, বিভীষণ হাঁসদার মেয়ে রচনা হাঁসদা ডায়াবেটিসে আক্রান্ত। সপ্তাহে অধিকাংশ দিন তাকে ইনসুলিন নিতে হয়। এছাড়াও ব্যাপক ওষুধের খরচা রয়েছে। চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, এইমসে চিকিৎসা করাতে হবে। তাই প্রতিনিয়ত অন্যান্য ওষুধপত্রের খরচ স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে দেওয়া হলেও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, তিনি যদি সেই প্রতিশ্রুতি পালন করেন, তাহলে দিল্লিতে গিয়ে এইমসে চিকিৎসা করিয়ে তার মেয়েকে সুস্থ করা সম্ভব হবে বলেই আশা করছেন বিভীষণবাবু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা কষ্টের মধ্যে সংসার পরিচালনা করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন এই গৃহকর্তা। এক বছর আগে অমিত শাহকে নিজের বাড়িতে পাত পেড়ে খাইয়েছিলেন তিনি। আর সেই সময় অমিত শাহর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে কিছুটা হলেও খুশি হয়েছিলেন বিভীষণবাবু। তাই এখন যাতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দেওয়া কথা রাখেন এবং তার মেয়ের চিকিৎসার বন্দোবস্ত করেন, তার জন্য আশায় দিন গুনতে শুরু করেছেন এই দীনদরিদ্র পরিবার।

এদিন এই প্রসঙ্গে সেই বিভীষণ হাঁসদা বলেন, “আমি আশা করি, স্থানীয় সাংসদ সুভাষবাবু আমাদের ব্যবস্থা করবেন। আমি আর কিছু চাই না। শুধু চাই মেয়েটার ভালো চিকিৎসা হোক।” এদিকে এই ব্যাপারে খুব দ্রুত এই চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। তিনি বলেন, “আমরা ভুলে যাইনি। ডাক্তারবাবু দিল্লি থেকে 15 তারিখের পরে ফিরবেন। তিনি এলেই এই বিষয় নিয়ে কথা বলব। আসলে করোনা পরিস্থিতির কারণে এতদিন চাইলেও কিছু সম্ভব হয়নি। এবার আস্তে আস্তে বিধি-নিষেধ শিথিল হচ্ছে। দিল্লিতে গিয়ে চিকিৎসা ব্যবস্থা করা হবে।”

স্বভাবতই বহুদিন আগে দেওয়া প্রতিশ্রুতি পালন করে তার মেয়েকে যাতে সুস্থ করা যায়, এখন তার জন্য বিজেপি নেতৃত্বের দিকেই তাকিয়ে রয়েছেন বিভীষণবাবুর পরিবার। পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হচ্ছে, খুব দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পালন করা সম্ভব হয় এবং কবে চিকিৎসা শুরু হয় রচনা হাঁসদার, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!