এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলার মুখ্যমন্ত্রী চাইলেও, বিজেপি তা হতে দেবে না! স্বাধীনতা দিবসে মমতাকে চ্যালেঞ্জ সৌমিত্রর

বাংলার মুখ্যমন্ত্রী চাইলেও, বিজেপি তা হতে দেবে না! স্বাধীনতা দিবসে মমতাকে চ্যালেঞ্জ সৌমিত্রর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –একসময় তৃণমূলের সাংসদ ছিলেন তিনি। কিন্তু লোকসভা ভোটের বেশ কিছুদিন আগে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় সৌমিত্র খাঁকে। পরবর্তীতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য সাংসদ হিসেবে জয়লাভ করে বিজেপিতে অনেকটাই গুরুত্ব পেতে শুরু করেন সৌমিত্রবাবু। বর্তমানে রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি তিনি। বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গেছে তাঁকে।

আর এবার স্বাধীনতা দিবসের দিন “বাংলার স্বাধীনতা হরণকারী” বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সূত্রের খবর, এদিন করোনা বৃদ্ধি থেকে শুরু করে রাজ্যের পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখা, বিভিন্ন বিষয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন এই বিজেপি নেতা। এদিন তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা হরণকারী। বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছ থেকে স্বাধীনতা কেড়ে নিতে চাইলেও, বিজেপি তা হতে দেবে না।” আর এরপরই করোনা প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উষ্মা প্রকাশ করেন এই বিজেপি নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকদিন মিথ্যা কথা বলেন। আজকে জনসেবা কেন? স্বাস্থ্যসেবা কেন? কোনো পরিষেবাই তিনি দিতে পারছেন না। স্বাস্থ্যসাথী কার্ডে কোথাও চিকিৎসা হচ্ছে না। উনি মিথ্যুক।” আর এরপরই পুলিশ প্রশাসনকে তৃণমূলের দলদাস করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, “তৃণমূল নেতাদের ক্ষমতা নেই যে আক্রমণ করবে। পুলিশদের ব্লক সভাপতি বানিয়ে দেওয়া হয়েছে। তাই তারা পুলিশকে সঙ্গে নিয়ে হামলা করছে। পিসি ভাইপো সরকার ইমিডিয়েট পাল্টানো দরকার। পশ্চিমবঙ্গে অনেক যুবক তৃণমূল কংগ্রেস করে। আমিও একসময় করতাম। তবে এখন পাপের প্রায়শ্চিত্ত করছি। তৃণমূল কংগ্রেস একটা ধ্বংসকারী দল।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচনের যত দিন এগিয়ে আসছে, ততই বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এবার তৃণমূলের প্রাক্তন সৈনিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে দিলেন, তাতে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। তবে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। কিন্তু শেষপর্যন্ত সৌমিত্র খাঁর এহেন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে পাল্টা কোনো বিবৃতি দেওয়া হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!