এখন পড়ছেন
হোম > খেলা > বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবশেষে অবসর ‘ক্যাপ্টেন কুল’ ধোনির

বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবশেষে অবসর ‘ক্যাপ্টেন কুল’ ধোনির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশ যখন 74 তম স্বাধীনতা দিবস মহাসমারোহে পালন করছে, ঠিক তখনই কিছুটা বিষাদগ্রস্ত খবর সামনে এল। অবশ্যই তা দেশের কাছে হতাশার বটে। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে একটি ভিডিও এবং 17 টি শব্দ পোস্ট করে ক্রিকেট জগত থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি। আর স্বাধীনতা দিবসের উৎসবে যখন মজে উঠেছে গোটা দেশ, ঠিক তখনই মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট জগত থেকে অবসরের ঘোষণা নিঃসন্দেহে হতাশাগ্রস্ত করে তুলেছে তার অনুগামী থেকে শুরু করে ক্রিকেটপ্রেমী জনসাধারণকে।

এদিন ইনস্টাগ্রামে মহেন্দ্র সিং ধোনি লেখেন, “ধন্যবাদ। গোটা ক্যারিয়ারে ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে ধরে নিন।” বস্তুত, 2019 সালের বিশ্বকাপ সেমিফাইনাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর আর সেভাবে ময়দানে দেখা যায়নি ধোনিকে। আর তখন থেকেই মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট জগতে অবসর নিয়ে তীব্র জল্পনা সৃষ্টি হয়েছিল। আদৌ তিনি ময়দানে ফিরবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়।

পরবর্তীতে গত বছরের শেষের দিকে একটি অনুষ্ঠানে মহেন্দ্র সিং ধোনিকে তার অবসরের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হয়, তখন তিনি জানিয়ে দিয়েছিলেন, 2020 সালের জানুয়ারি মাসের আগে তিনি এই নিয়ে কোনো কথা বলবেন না। তবে 15 আগস্ট দেশের স্বাধীনতা দিবসের দিন যেভাবে বিদায়ের সুর শুনিয়ে দিলেন ভারতবর্ষের ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক, তাতে একটি অধ্যায়ের সমাপ্ত হল বলেই মনে করছে ক্রিকেটপ্রেমীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই ব্যাপারে প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের মধ্যে হতাশার সুর শোনা যেতে শুরু করেছে। এদিন এই প্রসঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “একটি যুগের অবসান হল। দেশের ক্রিকেটে কি অসাধারণ খেলোয়াড় ছিলেন তিনি। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তার অধিনায়কত্ব কার্যত তুলনাহীন।” অন্যদিকে এই ব্যাপারে একটি টুইট করেন শচীন তেন্ডুলকর। তিনি বলেন, “ভারতের ক্রিকেটে তোমার অবদান অপরিসীম। 2011 সালে একসঙ্গে বিশ্বকাপ জেতা আমার জীবনের সেরা মুহূর্ত। দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা।”

অন্যদিকে এই ব্যাপারে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি বলেন, “একদিন প্রত্যেক ক্রিকেটারকেই তার সফর শেষ করতে হয়। কিন্তু যখন এত কাছের কেউ এই সিদ্ধান্ত ঘোষণা করেন, তখন আবেগ আরও বেশি করে ঝরে পড়ে। গোটা বিশ্ব তোমার কৃতিত্ব দেখেছে। আমি মানুষটাকে দেখেছি। সব কিছুর জন্য ধন্যবাদ ক্যাপ্টেন।” বিশেষজ্ঞরা বলছেন, সত্যিই দেশের ক্রিকেট জগতের মানচিত্রে একটি অধ্যায় সমাপ্ত হলো মহেন্দ্র সিং ধোনির অবসরের ঘোষণায়। তবে মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট জগত থেকে অবসর নিলেও, এখন নতুন প্রজন্ম তৈরিতে এগিয়ে আসেন কিনা, ভারতীয় ক্রিকেটকে ঋদ্ধ করতে তার পরামর্শ প্রদান করতে তিনি কতটা উদ্যোগী হন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!