এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সাধারণ মানুষের সেবায় এবার আসছে ‘দিদির দূত’, ফের বাজারে প্রশান্ত কিশোরের নয়া কর্মসূচি,

সাধারণ মানুষের সেবায় এবার আসছে ‘দিদির দূত’, ফের বাজারে প্রশান্ত কিশোরের নয়া কর্মসূচি,


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের ফলাফল খুব একটা ভালো না হওয়াতে দলের রাজনৈতিক পরামর্শদাতা করা হয় প্রশান্ত কিশোরকে। আর প্রসাদ কিশোর তৃণমূলের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক কর্মসূচি এনে সাধারণ মানুষের সঙ্গে দলের জনসংযোগ স্থাপনের প্রক্রিয়া শুরু করে দেন। “দিদিকে বলো” কর্মসূচি থেকে শুরু করে “বাংলার গর্ব মমতার” মত বিভিন্ন কর্মসূচি এনে তৃণমূলের ভাবমূর্তি পুনরুদ্ধার করার চেষ্টা করেন তিনি।

আর এবার বিধানসভা নির্বাচনের আগে মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও নিবিড় করে গড়ে তুলতে প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত নতুন কর্মসূচি হতে চলেছে “দিদির দূত”। জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত থাকা, তার রাজনৈতিক কাজকর্ম সম্পর্কে জানা এবং নিজের মতামত তুলে ধরা, সবটাই এই অ্যাপের মাধ্যমে করা যাবে‌। ইতিমধ্যেই এই অ্যাপ যাতে মানুষ ডাউনলোড করেন, তার প্রচার তৃণমূলের সমস্ত স্তরের নেতাকর্মীরা ফেসবুকের মাধ্যমে করতে শুরু করেছেন।

জানা গেছে, প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর সেখানে আগ্রহ কারীকে বেশ কিছু তথ্য দিতে হবে। প্রথমে একটি রেজিস্ট্রেশন করতে হবে। যেখানে আবেদনকারীর নাম, ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, জন্ম তারিখ সহ বিভিন্ন তথ্য সেখানে দিতে হবে। তারপর তার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। আর সেটি পূরণ করলেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।

মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। গোটা বিষয়টিকে যেখানে দিদির কথা জানান, দিদির সঙ্গে কাজ করুন এবং দিদির সঙ্গে যুক্ত থাকুন। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ছবি এবং ভিডিও এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন সকলে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় যারা সক্রিয়, তাদেরকে এই দিদির দূতের স্বেচ্ছাসেবক করা হতে পারে বলেও জানা গেছে। মূলত বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রচারকে আরও বেশি করে জোরদার করতেই প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত এই পরিকল্পনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, যত দিন যাচ্ছে, ততই বিজেপি রাজ্যে তার প্রভাব বাড়তে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে তৃণমূলের কাছে প্রধান তুরুপের তাস মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা বিজেপির কাছে সঠিকভাবে এখনও পর্যন্ত কোনো মুখ নেই‌। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে লড়াই এবং বিগত দিনে রাজ্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, তা এই দিদির দূতের মধ্য দিয়ে সমাজমাধ্যমে তুলে ধরতে চাইছে প্রশান্ত কিশোর বলে মনে করা হচ্ছে।

এক্ষেত্রে এক ঢিলে দুই পাখি মারা সম্ভব হবে। একদিকে যেমন বিজেপির বিরোধিতা মোকাবিলা করা সম্ভব হবে, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ায় আরও বেশি করে বিস্তার লাভ করে মানুষের কাছে এবং যুব সমাজের কাছে পৌছানো অনেকটাই সহজলভ্য হবে বলে দাবি করছেন একাংশ। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত এই নয়া পরিকল্পনা কতটা সার্থকতা লাভ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!