এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেও কাটল না জট – তৃণমূলের হাত থাকা গুরুত্ত্বপূর্ন পুরসভা ভাঙছেই!

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেও কাটল না জট – তৃণমূলের হাত থাকা গুরুত্ত্বপূর্ন পুরসভা ভাঙছেই!


রাজ্যে যখন প্রায় সমস্ত পঞ্চায়েতে বোর্ড গঠন করছে তৃনমূল ঠিক তখনই সেই তাঁদেরই দখলে থাকা চন্দননগর পুরসভায় ভাঙতে চলেছে বোর্ড। আর এতেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ঘাসফুলের এই ভরা বাজারে কেন হঠাৎ ভাঙতে চলেছে তৃনমূল পরিচালিত চন্দননগর পুরসভার বোর্ড?

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এই পুরসভায় দলীয় কাউন্সিলরদের মধ্যে বিবাদ লেগেই আছে। গত বছর পুজোর আগে থেকেই এই পুরসভার মেয়র রাম চক্রবর্তী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে স্বজনপোষনের অভিযোগে মাঠে নামেন দলেরই বাকি ১৪ জন কাউন্সিলর। আর এরপরই কাউন্সিলরদের এই ক্ষোভকে প্রশমিত করতে এই চন্দননগর পুরসভার মেয়র ও কাউন্সিলরদের নিয়ে বার ছয়েক বৈঠকও করেন তৃনমূলের জেলা ও রাজ্য নেতৃত্ব।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু এরপরেও কাজের কাজ কিছুই হয়নি। উল্টে সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। গত মঙ্গলবার এই কর্পোরেশনের কমিশনারকে অপমান করে মেয়র একটি চিঠি দেওয়ায় তা নিয়ে কলকাতায় সব কাউন্সিলরকে ডেকে পাঠান জেলা পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। আর সেই বৈঠক থেকেই চন্দননগরের অবস্থা নিয়ে হতাশ হওয়ার পাশাপাশি বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। আর এরপরই গত শুক্রবার এই চন্দননগর পুরসভার বোর্ড যাতে ভেঙে দেওয়া হয় সেই ব্যাপারে জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের একটি নির্দেশ পান মেয়র রাম চক্রবর্তী।

আর ওইদিনই রাতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে একটি চিঠি পাঠিয়ে এই বোর্ড ভাঙার সুপারিশ করেন মেয়র রাম চক্রবর্তী। জানা গেছে, আগামী সোমবারের মধ্যেই এই পুরসভার দায়িত্ত্ব প্রশাসকের হাতে চলে যাবে। কিন্তু কেন এই বোর্ড ভাঙা হল সেই নিয়ে মুখে কুলুপ এটেছেন পুরসভার মেয়র ও কাউন্সিলররা। তবে কাউন্সিলররা কিছু বলুক বা না বলুক এই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এই চন্দননগর পুরসভা ভেঙে তৃনমূলের শীর্ষনেতৃত্ব প্রমান করল যে – দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো – বলেই অভিমত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!