এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সবংয়ে অভিষেক ব্যানার্জীর আক্রমনের কি জবাব দিলেন মুকুল রায়?

সবংয়ে অভিষেক ব্যানার্জীর আক্রমনের কি জবাব দিলেন মুকুল রায়?


আসন্ন সবং উপনির্বাচন উপলক্ষে শাসকদলের প্রার্থী গীতারানি ভূঁইয়ার সমর্থনে গতকাল চাঁদকুড়িতে সভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে তিনি বিজেপি ও মুকুল রায়কে তীব্র আক্রমন করেন। তিনি বলেন, পার্থদা (দলের মহাসচিব ও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়) ভাল নাম দিয়েছেন, ‘চাটনি দাদু’ (মুকুল রায় প্রসঙ্গে)। মানস ভুঁইয়ার দলবদল নিয়ে কথা বলছেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে যখন মানস ভুঁইয়া কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন, সে দিন তিনিও বাবু সেজে মানসবাবুর হাত ধরে উপস্থিত ছিলেন। তাই তাঁর মুখে এ সব কথা মানায় না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, বাংলার বুকে আগামী দিনে নোয়াপাড়া ও উলুবেড়িয়া বিধানসভা উপ-নির্বাচন হচ্ছে। যদি একটি আসনেও লড়াই করে তুমি জয়ী হতে পার তবে আমি মানুষের কাছে ভোট চাইতে যাব না, মিটিং-মিছিল করব না। বিধায়ক পদ ওঁর জন্য অনেক বড় হয়ে যাচ্ছে, ৪৮ হাজার গ্রাম পঞ্চায়েতের যে কোনও পঞ্চায়েতে লড়ে জয়ী হয়ে দেখান।
অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সভামঞ্চ থেকে এইভাবে আক্রমন শানাচ্ছেন তখন ওই একই সময়ে সবং, পিংলা থেকে বিজেপি কর্মীদের নিয়ে পদযাত্রায় ব্যস্ত ছিলেন মুকুল রায়। সেই পদযাত্রা শেষে খড়্গপুরে গিয়ে নির্বাচনী পর্যবেক্ষকের সঙ্গে দেখা করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা আক্রমনের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, বাচ্চা ছেলের কথার কোনও জবাব দেব না। দেশের যে কোনও প্রান্তে যে কোনও আসনে প্রতিদ্বন্দ্বিতায় প্রস্তুত রয়েছি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!