চোরের খপ্পরে এবার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় জাতীয় বিশেষ খবর রাজ্য December 17, 2017 এবার চোরের হামলা স্বয়ং হাওড়ার তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাড়িতে। সূত্রের খবরানুযায়ী, দিনের শেষে বাড়ি ফিরে টিভি চালাতে গেলে সাংসদ আবিষ্কার করেন টিভিতে কোনো ছবি আসছে না। সাথে সাথে সাংসদদের নির্ধারিত কোয়ার্টারের কেয়ার টেকারকে নালিশ করেন তিনি। সেই কেয়ার টেকারই আবিষ্কার করেন, কেউ বা কারা সাংসদের ডিশ এন্টেনা চুরি করে নিয়ে পালিয়েছে। এরপর প্রসূনবাবু পুলিশে যোগাযোগ করলে পুলিশ তদন্তে নেমে দেখে নির্ধারিত কোয়ার্টারে সিসিটিভির কোনো ব্যবস্থাই নেই। ফলে চুরির ঘটনায় এখনো কোনো গ্রেপ্তারির খবর পাওয়া যায় নি। আপনার মতামত জানান -