এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃনমূলের চুরি শেষের মুখে, মহা টনিক সুকান্তর! আশায় বুক বাঁধছেন বিজেপি কর্মীরা!

তৃনমূলের চুরি শেষের মুখে, মহা টনিক সুকান্তর! আশায় বুক বাঁধছেন বিজেপি কর্মীরা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আবাস যোজনা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, বিভিন্ন প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে উঠছে দুর্নীতির অভিযোগ। আর সেই দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে একের পর এক নাম জড়াতে দেখা যাচ্ছে তৃণমূলের নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের। কবে শেষ হবে এই দুর্নীতি, কবে সঠিক প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ, তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে‌। তবে সব কিছুরই একটা শেষ রয়েছে। তাই এই দুর্নীতিও শিয়রেই শেষ হতে চলেছে। চোরেদের ভবিষ্যৎ হতে চলেছে অন্ধকারাচ্ছন্ন বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি।

প্রসঙ্গত, এদিন একটি কর্মসূচিতে উপস্থিত হয়ে চুরি এবং দুর্নীতি নিয়ে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এই চুরি আর বেশি দিন চলবে না। এবারে চুরি শেষ হতে চলেছে। ছোট, বড়, মেজো সব ধরনের চোর শাস্তি পাবে। কেউ রেহাই পাবে না।” একাংশ বলছেন, দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করলেও সেভাবে আসল রাঘববোয়ালরা ধরা পড়ছে না বলে অনেকেই হতাশ। অনেকেই তদন্তকারী সংস্থার পদক্ষেপের দিকে হা করে তাকিয়ে রয়েছেন। কবে খেলা জমে উঠবে, তা নিয়ে উদগ্রীব বিজেপি কর্মীরাও। আর এই পরিস্থিতিতে চোরেদের সাজা এবং দুর্নীতি নিয়ে টনিক দিয়ে বিজেপি কর্মীদের উজ্জীবিত করলেন সুকান্তবাবু।

অনেকে বলছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করলেও তলায় তলায় রাজ্যের সঙ্গে কেন্দ্রের সেটিং রয়েছে বলে নানা মহল থেকে অভিযোগ আসছে। আর সেই সেটিংয়ের কারণে তদন্তের গতিপ্রকৃতি প্রথম দিকে দ্রুত গতিতে চললেও মাঝপথে তা থমকে যাচ্ছে। নিয়োগ দুর্নীতি নিয়ে অনেকদিন ধরেই তদন্ত চলছে। কিন্তু দুই-একজন হেভি ওয়েটকে গ্রেফতার করার পর আর তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না কেন্দ্রীয় এজেন্সি। ফলে বিরোধী রাজনীতি করতে গিয়ে তেমনভাবে হালে পানি পাচ্ছে না বিজেপি কর্মীরাও।

বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আটঘাট বেঁধেই পথে নেমেছে। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে 11 সেপ্টেম্বর একটি রিপোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে সিবিআইয়ের পক্ষ থেকে জমা দেওয়া হবে বলে খবর। যে রিপোর্টে পাহাড় প্রমান দুর্নীতির তথ্য রয়েছে বলে মনে করা হচ্ছে। আর তারপর যারা সেই সমস্ত দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের মাথায় যে ছাদ ভেঙে পড়বে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। আর এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদার বুঝিয়ে দিলেন, দুর্নীতি নিয়ে যে তদন্ত চলছে, তার ওপর ভরসা রাখতে হবে সকলকে। খুব দ্রুতই সাজা পাবেন প্রকৃত অভিযুক্তরা। তবে কবে সেই দিন আসে, সেদিকেই তাকিয়ে বিজেপি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!