এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নিশ্চিত ভাইপোর জেলযাত্রা? জেনে গিয়েছেন মমতাও! তটস্থ তৃনমূল পরিবার!

নিশ্চিত ভাইপোর জেলযাত্রা? জেনে গিয়েছেন মমতাও! তটস্থ তৃনমূল পরিবার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করা হয়, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা, বালি বিভিন্ন ঘটনায় প্রকৃত তদন্ত সেদিন শেষ হবে, যেদিন তৃণমূলের রাঘব গোয়াল ধরা পড়বে। তবে কে সেই রাঘববোয়াল, প্রশ্ন করতে গেলেই বিজেপি নেতারা বলেন, পিসি এবং ভাইপোর জেল যাত্রা শুধু সময়ের অপেক্ষা। আর এই পরিস্থিতিতে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন যে, তার পরিবারকে নাকি এজেন্সি দিয়ে হয়রানি করা হচ্ছে। যে বক্তব্য বিরোধীদের কাছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আর তাকেই হাতিয়ার করে তৃণমূল কর্মীদের মনে ভয়ের সঞ্চার করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুঝিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন, তার ভাইপো জেলে যাচ্ছে। আর তা নিয়েই তিনি চিন্তিত।

প্রসঙ্গত, এদিন বিজেপির একটি কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সেখানেই তৃণমূল কর্মীদের সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী আতঙ্কিত বলে দাবি করেন তিনি। বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “মুখ্যমন্ত্রীও জেনে গিয়েছেন, তার ভাইপো জেলে যাচ্ছেন। তাই তিনি চিন্তিত। তৃণমূল নেতাদের সেই ভিডিও দেখিয়ে বলবেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তিত, তার ভাইপোর জেলযাত্রা নিয়ে। তাই এরা যেন বেশি বাড়াবাড়ি না করে। বেশি বাড়াবাড়ি করলে ঝরে পড়ে যাবে।”

তবে সুকান্ত মজুমদার এই কথা বললেও, তাতে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ মহল। তাদের দাবি, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে শুধুমাত্র বিরোধীদের কণ্ঠরোধ করায় কাজ বিজেপি নেতাদের। সারা দেশ জুড়ে ইন্ডিয়া জোটের ভয়ে ভীত গেরুয়া শিবির। সেই কারণে মুখ বন্ধ করতে গ্রেপ্তারির জুজু দেখে দেখানো হচ্ছে। বাংলার বিজেপি নেতারাও সেই এজেন্সি ব্যবহারের খেলায় নেমেছেন। তবে এসব করে তৃণমূল নেতাদের প্রতিবাদের আওয়াজকে বন্ধ করা যাবে না। পাল্টা বিজেপির তরফে অবশ্য বলা হচ্ছে, ঠেলায় পড়লে দেখা যাবে কি কত বড় প্রতিবাদী নেতা!

পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রীয় এজেন্সির একের পর এক পদক্ষেপ যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিন্তায় রেখেছে, তা বলার অপেক্ষা রাখে না। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হোক বা দল, প্রত্যেকটি সভাতে গিয়েই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মন্তব্য করছেন। ফলে ভেতরে ভেতরে যে মুখ্যমন্ত্রীর মনেও একটা ভয় রয়েছে, তাতে নিশ্চিত বিরোধীরা। আর সেই ব্যাপারেই মন্তব্য করে তৃণমূল কর্মীদেরও সমঝে যাওয়ার বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!