এখন পড়ছেন
হোম > জাতীয় > আর মাত্র এক সপ্তাহের মধ্যেই করোনা নিয়ন্ত্রণে চলে আসবে? মুখ্যমন্ত্রীর কথায় চূড়ান্ত বিতর্ক!

আর মাত্র এক সপ্তাহের মধ্যেই করোনা নিয়ন্ত্রণে চলে আসবে? মুখ্যমন্ত্রীর কথায় চূড়ান্ত বিতর্ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণের শুরু থেকেই আক্রান্ত রাজ্যের হিসেবে প্রথম স্থানে উঠে এসেছে মহারাষ্ট্রের নাম। আর সেখানে সম্প্রতি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে সামনে এসেছে দিল্লির দূষণের কথা। আর সেখানেই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা।

শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন আর সাত দশ দিনের মধ্যেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তাঁর কথায়, রাজধানীতে সংক্রমণ বৃদ্ধি পাওয়া নিয়ে তিনিও উদ্বিগ। সেইসঙ্গে তাঁরা সংক্রমণ ঠেকাতে যে সবরকম ব্যবস্থা নিচ্ছেন, সেকথাও জনিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি জানান যে, আশা করা হচ্ছে আর সাত থেকে ১০ দিনের মধ্যেই করোনা নিয়ন্ত্রণে আসবে।

বস্তুত, পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার দিল্লিতে করোনায় ১০৪ জন মারা গিয়েছেন। যা কিনা অতিমহামারী শুরু হওয়ার পর থেকে এই প্রথম একদিনে এতজন মারা যাওয়ার ঘটনা হিসেবে সামনে এসেছে। সেইসঙ্গে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭০৫৩ জন। ইতিমধ্যেই স্বাস্থ্য ব্যবস্থা বেশ খারাপ হয়ে গেছে বলেই মনে করা হচ্ছে।

সেখানে বেশিরভাগ হাসপাতালেই আর আইসিইউতে বেড পাওয়া যাচ্ছে না। এমনকি সাধারণ কোভিড বেডও পাওয়া যাচ্ছে না বলেই জানা গেছে। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে দিল্লির সরকারকে শীতের সময় দৈনিক ১৫ হাজার জন পর্যন্ত আক্রান্ত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করে বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সেইমতো প্রস্তুতি নিয়ে রাখতেও বলা হয়েছে বলে জানা গেছে। তবে পরিসংখ্যান বলছে সামগ্রিকভাবে দেশে করোনা সংক্রমণ কমেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে গত বুধবার করোনা আক্রান্ত হয়েছিলেন প্রায় ৪৮ হাজার মানুষ, সেখানে বৃহস্পতিবার সেই সংখ্যাটা কমে হয়েছে প্রায় ৪৫ হাজার। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ছাড়িয়ে গিয়েছে। তবে জানা গেছে আক্রান্তের সংখ্যা কমার সঙ্গে সঙ্গে কমেছে দৈনিক মৃত্যু সংখ্যাও। বৃহস্পতিবার দৈনিক মৃত্যু সংখ্যা ছিল ৫৫০ জন। গত ২৪ ঘণ্টায় তা আরও কমেছে বলে জানা গেছে।

এরই সঙ্গে দৈনিক আক্রান্তের থেকে বেশি রয়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজারের বেশি জন আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানা গেছে। ফলে মোট সুস্থতার সংখ্যা ৮১ লাখ ছাড়িয়ে গিয়েছে বলেও জানা যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৭৯ জন। এর ফলে ১৩ আজ সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ লাখ ২৮ হাজার ৭৯৫ জনে।

সেইসঙ্গে বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪৭ জনের। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৬৮ জন। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৭৯ জন। ভারতে মোট সুস্থ হয়ে উঠেছেন ৮১ লাখ ১৫ হাজার ৫৮০ জন মানুষ। সেইসঙ্গে এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪ লাখ ৮৪ হাজার ৫৪৭ জন রয়েছে বলেও জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!