এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভাঙ্গরের ঘটনা নিয়ে বড় পদক্ষেপ, মমতার ঘুম ওড়ালেন নওশাদ!

ভাঙ্গরের ঘটনা নিয়ে বড় পদক্ষেপ, মমতার ঘুম ওড়ালেন নওশাদ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মনোনয়ন পর্বের প্রথম দিন থেকেই উত্তপ্ত হতে দেখা গিয়েছে ভাঙ্গরকে। যেখানে প্রতিমুহূর্তে আইএসএফ কর্মীদের ওপর তৃণমূলের পক্ষ থেকে হামলা করা হয়েছে বলে অভিযোগ। আর মনোনয়ন পর্বের শেষ দিনেও এক আইএসএফ কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে সেই ভাঙ্গড়। আর এই পরিস্থিতিতে গোটা ঘটনা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষের পাশাপাশি এনআইএ তদন্তের দাবি করলেন ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী।

প্রসঙ্গত, এদিন গোটা বিষয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। যেখানে তিনি বলেন, “আমার ভাইদের উপর যারা হামলা করেছে এবং যে ভাইয়ের প্রাণ কেড়ে নিয়েছে, তাদের এর জবাব দিতে হবে। আমরা ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছি। আমাদের জমি অত্যন্ত শক্ত রয়েছে। আমরা এনআইএ তদন্তের দাবি করছি। তারপরেই আসল সত্য সামনে এলে মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেই তথ্য তুলে ধরব এবং তখন উনি বুঝতে পারবেন, ওনার দলের কোন কালপিট এই ধরনের কান্ড কারখানা ঘটিয়েছেন।”

একাংশ বলছেন, এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত ভাঙ্গর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়িয়ে দিলেন নওশাদ সিদ্দিকী। বুঝিয়ে দিলেন, এক চুল জায়গা সরকার পক্ষকে ছাড়তে নারাজ তিনি। সেক্ষেত্রে তার দলের এক কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে যে তিনি শেষ পর্যন্ত লড়ে যাবেন, তা স্পষ্ট করলেন এই বিরোধী বিধায়ক‌। তবে শেষ পর্যন্ত নওশাদ সিদ্দিকীর এনআইএ তদন্তের দাবি কতটা সাফল্য পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!