এখন পড়ছেন
হোম > অন্যান্য > টেকনোলজি > কবে আসবে করোনার ভ্যাকসিন? জেনে নিন বিশেষজ্ঞদের অভিমত

কবে আসবে করোনার ভ্যাকসিন? জেনে নিন বিশেষজ্ঞদের অভিমত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। সম্প্রতি বিশ্বের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫০ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। চাতকের মত অপেক্ষা করছে বিশ্ববাসী করোনার ভ্যাকসিন এর জন্য। কারণ প্রচলিত মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব, লকডাউন কোনকিছুই রোধ করতে পারছে না করোনার থাবাকে। কবে আসবে করোনার ভ্যাকসিন? এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানালেন, এ বছর তো নয়ই, আগামী বছরও শেষ হয়ে যেতে পারে করোনার ভ্যাকসিন হাতে পেতে।

সম্প্রতি পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা, বিশেষজ্ঞরা করোনার ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় গবেষণারত। করোনার ভ্যাকসিন নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা যুক্ত থাকা ২৮ জন গবেষকের মতামত নিয়ে একটি সমীক্ষা চালিয়ে চালিয়েছিল সম্প্রতি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়। তাদের এই সমীক্ষায় এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, অধিকাংশ গবেষক জানিয়েছেন যে, আগামী ২০২১ সালের মধ্যে করোনার কার্যকরী ভ্যাকসিন বিশ্বের বাজারে নাও আসতে পারে।

ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের এই গবেষণাটি সম্প্রতি জার্নাল অব জেনারেল ইন্টারনাল মেডিসিন নামে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান জোনাথন কিমেলম্যান এ প্রসঙ্গে জানালেন যে, অনেক বিশেষজ্ঞই মনে করছেন আগামী বছরের গ্রীষ্মকালের আগে পৃথিবীর মানুষের কাছে চলে আসতে পারে করোনার ভ্যাকসিন। তবে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছেন করোনার ভ্যাকসিন বাজারে আসতে আগামী বছরের জুন, সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে। আবার কোনো কোনো গবেষক মনে করছেন যে, করোনার টিকা হাতে আসতে আগামী বছর পার করে ২০২২ সালের জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী ২০২২ সালের পূর্বে করোনার ভ্যাকসিন এর মানব শরীরে ট্রায়াল দেয়া শুরু হলেও এ বিষয়ে ভুল ভ্রান্তি এড়াতে করোনার ভ্যাকসিন হাতে পেতে বিশ্ববাসীকে ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

অন্যদিকে ভারতের স্বাস্থ্যমন্ত্রী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, ২০২১ সালের প্রথমার্ধের মধ্যে করোনার ভ্যাকসিন সাধারণ মানুষের হাতে চলে আসবে। তাদের এই ঘোষণায় যথেষ্ট আশান্বিত ছিলেন ভারতবাসী ও বিশ্ববাসী। কিন্তু এরপর বিশেষজ্ঞদের এই অভিমত যথেষ্ট পরিমানে উদ্বেগ বাড়ালো বিশ্ববাসীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!