এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা বন্দরের নামকরণ নিয়, সুভাষচন্দ্র বসুকে খাটো করা হয়েছে, মোদিকে বিশেষ চিঠি সুভাষ চন্দ্রের নাতির

কলকাতা বন্দরের নামকরণ নিয়, সুভাষচন্দ্র বসুকে খাটো করা হয়েছে, মোদিকে বিশেষ চিঠি সুভাষ চন্দ্রের নাতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই কলকাতা বিমানবন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করেছে কেন্দ্রের বিজেপি সরকার। আর তারপরেই বিভিন্ন মহলের তরফে এই ঘটনার তীব্র প্রতিবাদ করা হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে এই বন্দরে দুটি ডক রয়েছে। তাই সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম ব্যবহার করে সুভাষচন্দ্র বসুকে খাটো করা হয়েছে।

স্বাভাবিক ভাবেই কেন্দ্রের পক্ষ থেকে কলকাতা বিমানবন্দরের নতুন নামকরণ করা হলেও বিভিন্ন জায়গা থেকে যে প্রতিবাদ শুরু হয়েছিল, তার ফলে চাপে পড়েছিল বিজেপি সরকার। আর এবার এই ব্যাপারে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখলেন সুভাষচন্দ্র বসুর নাতি তথা বিজেপি নেতা চন্দ্র কুমার বসু। আর নেতাজির নাতি তথা বিজেপি নেতা কেন্দ্রের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে যেভাবে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তা নিঃসন্দেহে নজিরবিহীন বলেই মনে করছেন সকলে।

সূত্রের খবর, বিজেপি নেতা চন্দ্র বসু এই নামকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করার আবেদন জানিয়ে এই চিঠি দিয়েছেন। তবে শুধু নরেন্দ্র মোদিকে নয়, দলীয় নেতৃত্বকেও এই ব্যাপারে চিঠি দিয়ে তিনি গোটা বিষয়টি অবগত করেছেন বলে খবর। আর বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে সেই কথা নিজেই জানিয়েছেন চন্দ্র বসু। স্বভাবতই এর ফলে এতদিন নানা মহলের তরফে এই নামকরণ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। কিন্তু একবার একজন বিজেপি নেতা হয়ে তথা নেতাজির পরিবারের অন্যতম সদস্য হয়ে যেভাবে চন্দ্রবাবু এই নিয়ে প্রতিবাদ জানালেন, তাতে গেরুয়া শিবির যে ব্যাপক চাপে পড়ল, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, ভারতবর্ষের সংস্কৃতি এবং কৃষ্টি বহু প্রাচীন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্র মনীষীদের নামে পরিচিত হয়েছে। সেদিক থেকে কলকাতা বন্দরের দুটি ডক সুভাষচন্দ্র বসুর নামে থাকলেও, তা পরিবর্তন করার সাহস কিভাবে কেন্দ্রীয় সরকার দেখাল এবং তার জায়গায় কিভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম ব্যবহার করা হল, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। দেশজুড়ে তৈরি হয়েছিল প্রতিবাদ।

অনেকেই বলেছিলেন, আসলে বিজেপি সরকার গৈরিকীকরণ করবার জন্য এই নাম পরিবর্তনের চেষ্টা করছে। কিন্তু এবার সেই ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বিজেপি নেতা তথা নেতাজির নাতি চন্দ্র বসু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতৃত্বকে চিঠি দিলেন। এখন তার এই চিঠির পরিপ্রেক্ষিতে কেন্দ্রের পক্ষ থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!