এখন পড়ছেন
হোম > জাতীয় > রেলে রয়েছে বহু শূন্যপদ, কিন্তু হচ্ছে না নিয়োগ

রেলে রয়েছে বহু শূন্যপদ, কিন্তু হচ্ছে না নিয়োগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রেলে পড়ে আছে বহু শূন্যপদ, কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে হচ্ছে না নিয়োগ। ফলে, বাড়ছে বেকার সমস্যা। সম্প্রতি রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে, ভারতীয় রেলে গ্রুপ সি ও গ্রুপ ডি সহ প্রায় ২ লক্ষ ৮০ হাজার শূন্যপদ রয়েছে। উত্তর রেলে শূন্য পদ রয়েছে সর্বাধিক। এছাড়া পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলেও রয়েছে বহু শূন্যপদ। কিন্তু বন্ধ রয়েছে নিয়োগ।

রেলমন্ত্রীর প্রকাশিত তথ্য অনুযায়ী উত্তর রেলে সর্বাধিক শূন্য পদ রয়েছে। পূর্বরেলে শূন্যপদ রয়েছে ২৬ হাজার ২০৭, দক্ষিণ-পূর্ব রেলে শূন্যপদ রয়েছে ১৫ হাজার ৪৬৯। রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে, রেলের এই শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, গত ২০১৮ সালে রেল গ্রুপ সি, গ্রুপ ডি মিলিয়ে ৯০ হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রেল। কিন্তু সে নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত সম্পন্ন হয়ে ওঠেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, সাধারণত অবসরের উপরেই নির্ভর করে থাকে নিয়োগের সংখ্যা। কিন্তু দেখা যাচ্ছে, গত ২০১৭ সালে প্রায় ৬০ হাজার রেলকর্মী অবসর নিয়েছেন। কিন্তু মাত্র ১৯ হাজার শুন্য পদে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ প্রয়োজনের তুলনায় অনেক কম শুন্য পদে নিয়োগ করা হয়েছে। গত ২০১৮ সালে নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেখানে ২ কোটিরও বেশি মানুষ আবেদন করেছিলেন। কিন্তু সে নিয়োগ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়ে ওঠেনি।

অভিযোগ উঠেছে, শুধুমাত্র রেলই নয়, ইউপিএসসি, এসএসসি-সিজিএল, এস এসএসসি- সিএইচএসএল, ব্যাঙ্ক সহ বহু সরকারি ক্ষেত্রে ব্যাপক শূন্য পদ রয়েছে। কিন্তু হচ্ছে না নিয়োগ। শুন্য পদে নিয়োগ না করে এই সংস্থাগুলোকে বেসরকারিকরণ করে সংস্থাগুলি কর্পোরেট মালিকদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

অন্যদিকে দেশে সম্প্রতি সরকারি ক্ষেত্রের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও নিয়োগ প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম রয়েছে। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস থেকে জানা যাচ্ছে, সম্প্রতি দেশের ১০ কোটিরও বেশি মানুষ চাকরির সন্ধান করছেন। কিন্তু মাত্র ১ লক্ষ মানুষ বেসরকারি সংস্থায় কাজ পেয়েছেন।

আবার, এক সমীক্ষা থেকে জানা যাচ্ছে যে, দেশে প্রতিবছর প্রায় ১.৮ কোটি মানুষ কাজের সন্ধান করেন। কিন্তু গত পাঁচ বছরে এর অর্ধেকেরো কম মানুষ অর্থাৎ, ৩০ থেকে ৪০ লক্ষ মানুষ বেসরকারি ক্ষেত্রে কাজ পেয়েছেন। সরকারি, বেসরকারি দুটি ক্ষেত্রেই হচ্ছেনা উপযুক্ত সংখ্যায় নিয়োগ। ফলে দেশজুড়ে বেকার সমস্যা তীব্র আকার ধারণ করেছে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!