এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নতুন দাবিতে করোনা সংক্রমনে মৃত ব্যক্তিদের নিয়ে রাজ্য সরকারের চাপ আরও বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ!

নতুন দাবিতে করোনা সংক্রমনে মৃত ব্যক্তিদের নিয়ে রাজ্য সরকারের চাপ আরও বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ!


যেদিন থেকে বাংলায় করোনা প্রবেশ করেছে, প্রায় সেদিন থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। যেখানে বিজেপি সহ বাম, কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, রাজ্য সরকার করোনায় প্রকৃত আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা জানাচ্ছে না। শুধু তাই নয়, মাঝেমধ্যেই বিরোধীদের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে এটাও উপস্থাপিত করা হয়েছে যে, রাত্রিবেলা গোপনে করোনায় মৃতদেহগুলো সৎকার করা হচ্ছে।

সেক্ষেত্রে কাউকে কিছু না জানিয়ে সরকার তথ্য গোপন করছে বলেও অভিযোগ জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এবার করোনা যখন বাংলায় ভয়াবহ আকার ধারণ করেছে, ঠিক তখনই এক নতুন দাবি তুলে শোরগোল তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেখানে করোনা সংক্রমণে মৃত হিন্দু ব্যক্তিদের অস্তি তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন তিনি বলেন, “করোনা সংক্রমণে মৃত ব্যক্তিদের অস্থি তাদের পরিবারের হাতে তুলে দিতে হবে। কারণ আত্মার শান্তির জন্য অস্থি গঙ্গায় বিসর্জন দেয় হিন্দুরা।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষ শাস্ত্রের কথা তুলে ধরে রাজ্য সরকারকে কিছুটা চাপে ফেলে দিলেন। কেননা যেখানে বিরোধীদের পক্ষ থেকে রাজ্য সরকার তথ্য গোপন করছে বলে অভিযোগ করা হচ্ছে, সেখানে বিজেপির রাজ্য সভাপতি হিন্দু ধর্মের কথা তুলে ধরে যদি কেউ করোনায় মারা যায়, তার অস্থি সেই পরিবারের হাতে তুলে দেওয়ার কথা বলে, করোনায় প্রকৃত মৃত্যুসংখ্যা যাতে রাজ্য সরকার গোপন না করতে পারে, তার জন্যই কৌশল প্রয়োগ করলেন বলে মত ওয়াকিবহাল মহলের।

তবে দিলীপ ঘোষ এই দাবি তোলার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে আরও অনেক বিষয় নিয়ে সরব হয়েছেন। যেখানে স্বাস্থ্য সচিবকে বদলি করা নিয়ে মুখ্যমন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকতে চাইছেন বলেও অভিযোগ করেছেন তিনি। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের সুবিধা অসুবিধার কথা জানালেও, মমতা বন্দ্যোপাধ্যায় কেবল রাজনীতি করছেন। তৃণমূলকে তুলে ধরছেন। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরেননি।”

একইভাবে দিলীপ ঘোষের পাশাপাশি রাজ্য সরকারের গঠনতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, “পুলিশ প্রশাসন জীবন বাজি রেখে কাজ করছে। কিন্তু তাদের পরিচালনার লোকের অভাব। ম্যানেজমেন্টটা নষ্ট হয়ে গিয়েছে।” অন্যদিকে কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এদিন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। যেখানে তিনি বলেন, “দিদি ভুল স্বীকার করতে শিখুন। এতে কেউ ছোট হয় না।” সব মিলিয়ে এবার রাজ্যের কাছে নানা দাবি তুলে ধরে, সরব হয়ে রীতিমত সরকারকে অস্বস্তিতে ফেলে দিল ভারতীয় জনতা পার্টি বলে মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!