এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রার্থী নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশের ইঙ্গিত মিলতেই তড়িঘড়ি প্রার্থী বদলের সিদ্ধান্ত তৃণমূলের

প্রার্থী নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশের ইঙ্গিত মিলতেই তড়িঘড়ি প্রার্থী বদলের সিদ্ধান্ত তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শাসক-বিরোধী উভয় শিবিরেই বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছে ব্যাপক গন্ডগোল। ইতিমধ্যে তৃণমূলের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। আর তারপর থেকেই তৃণমূলে শুরু হয় দলীয় নেতৃত্ত্বের প্রতি ক্ষোভপ্রকাশ ও দলে ব্যাপক ভাঙন। তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের পরিপ্রেক্ষিতে এবার প্রার্থী পরিবর্তন করার ইঙ্গিত দেওয়া হল বীরভূমের দুবরাজপুরে। তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে প্রথম থেকেই ক্ষোভ প্রকাশ করা হচ্ছিল ওই কেন্দ্রে। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসীমা ধীবর। কিন্তু জানা যাচ্ছে, জেলা নেতৃত্বের একটি বড় অংশ তাঁকে মোটেই পছন্দ করছিলেননা, প্রার্থী বদলানোর দাবি উঠেছিল।

আর শোনা যাচ্ছে, সেই সূত্রেই বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল প্রার্থী অসীমা ধীবরকে জানিয়ে দিয়েছেন, যাতে তিনি আর প্রচারে না বের হন। গত 5 ই মার্চ তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর বলা হচ্ছে, এবারের প্রার্থী তালিকায় অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় এবং লড়াকু নেতাদের গুরুত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বীরভূমের দুবরাজপুরের প্রার্থী হিসেবে অসীমা ধীবরকে প্রার্থী করা হয়। কিন্তু বীরভূমের জেলা নেতৃত্বর একাংশ জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কাছে দরবার করে প্রার্থী বদল করার। যথারীতি এরপর অনুব্রত মণ্ডল বোলপুর জেলার সদর কার্যালয়ে মহিলা তৃণমূল সদস্যদের নিয়ে একটি বৈঠক করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই বৈঠকে উপস্থিত থাকেন অসীমা ধীবর। ওই বৈঠকেই অনুব্রত মণ্ডল তাঁকে প্রচারে যেতে নিষেধ করেন এবং জানিয়ে দেওয়া হয় প্রার্থীপদ বদল হবে। উল্লেখযোগ্যভাবে বীরভূম জেলার প্রার্থীরা প্রতীক পেয়ে গেলেও এখনো পর্যন্ত নাম ঘোষণা হলেও প্রার্থী প্রতীক পাননি অসীমা ধীবর। যথারীতি তখন থেকেই মনে করা হচ্ছিল হয়তো প্রার্থী বদল হবে এই কেন্দ্রের। আর এবার অনুব্রত মণ্ডলের নির্দেশেই প্রার্থী বদলের ইঙ্গিত আরো স্পষ্ট হলো বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বীরভূম জেলার দলীয় পর্যবেক্ষক সুদীপ্ত ঘোষ জানিয়েছেন, ইতিমধ্যে অসীমার বদলে তিনটি নাম বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে একজন হলেন বর্তমান বিধায়ক নরেশ বাউরি এবং অন্য দু’জন ইলামবাজারের দুই শিক্ষক।

সেক্ষেত্রে তিনজনের মধ্যে শীর্ষ নেতৃত্ব কাকে বেছে নেন সেদিকেই এখন নজর। রাজনৈতিক মহলের একাংশের মতে পূর্বের অভিজ্ঞতাই তৃণমূলের প্রার্থী বদলের সিদ্ধান্তকে ত্বরান্বিত করছে। প্রার্থী তালিকা নিয়ে বেশ বড়সড় সমস্যাতেই পড়েছে তৃণমূল। বিভিন্ন জেলাতেই প্রার্থী বদলের দাবি শোনা যাচ্ছে। তবে বীরভূম যেহেতু বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, তাই অনুব্রত মণ্ডল জেলা নেতৃত্বকে গুরুত্ব দিয়ে প্রার্থী বদল এর ইঙ্গিত স্পষ্ট করলেন বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!