এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার দেখানো পথেই তৃণমূলকে টুকরো টুকরো করছে বিজেপি! দল ভাঙানোর খেলা নিয়ে সরব অধীর-মান্নানরা

মমতার দেখানো পথেই তৃণমূলকে টুকরো টুকরো করছে বিজেপি! দল ভাঙানোর খেলা নিয়ে সরব অধীর-মান্নানরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্যজুড়ে একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে দেখা যাচ্ছে দলবদলের রাজনীতি কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, দলবদলের রাজনীতি বরাবরই ছিল বাংলায়। বিশেষ করে 2019 এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই দলবদল এক ধাক্কায় বেশ কিছুটা বেড়ে গিয়েছিল। আর এবার সামনে আসছে একুশের বিধানসভা নির্বাচন। খুব স্বাভাবিকভাবেই বাংলার মসনদ দখলে লক্ষ্যে এই মুহূর্তে তৎপর বাংলার রাজনৈতিক দলগুলি। আর সেক্ষেত্রে নতুন করে দলবদল আবারও গতি পেয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বর্তমানে দেখা যাচ্ছে দল ভাঙানোর খেলায় কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে গেরুয়া শিবির।

তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীকে তাঁরা নিজেদের দলে নিয়ে যেতে সমর্থ হয়েছে। আর এর পরেই দল ভাঙার রাজনীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যে বিভিন্ন সভায় তিনি গেরুয়া শিবিরকে এক হাত নিয়ে অভিযোগ করেছেন, টাকা দিয়ে বিজেপি কিছু পচা বিধায়ক কিনছেন বটে, কিন্তু তাতে তৃণমূলকে কখনো কিনে নেওয়া যাবেনা।ঠিক একই ভাবে এবার তৃণমূলকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে আক্রমণ শানালো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দলবদল সংক্রান্ত ক্ষোভকে সমর্থন করে পাল্টা তৃণমূল নেতৃত্বের প্রতি তীব্র কটাক্ষ করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের পর প্রায় কুড়ি জন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবী, তৃণমূল এবং বিজেপি এককই মুদ্রার এপিঠ-ওপিঠ। দুজনেই দল ভাঙার রাজনীতি করে সুস্থ পরিবেশ নষ্ট করছেন। একই সুরে বিরোধী দলনেতা আব্দুল মান্নানও দাবি করেছেন, বিধানসভায় এখনো পর্যন্ত কংগ্রেসের বিধায়ক হয়ে তৃণমূলের মেয়র পদে বসে আছেন এমন নজিরও আছে। সেক্ষেত্রে তৃণমূলের দেখানো রাস্তাতেই যে বিজেপি চলছে, তা নিয়ে নিঃসন্দেহ কংগ্রেস। আর তাই বিরোধী নেতারা রাজ্যের প্রধান দুই দল তৃণমূল বা বিজেপি কেউই যে রাজনীতির কোনরকম নীতিজ্ঞান মেনে চলেন না, সে ব্যাপারে নিশ্চিত।

একুশের বিধানসভা নির্বাচন আসতে এখনো কিছুটা বাকি। কিন্তু যেভাবে গেরুয়া শিবির ঝাঁপিয়ে পড়েছে তৃণমূলকে ভাঙতে, তাতে কিন্তু ঘাসফুল শিবিরের চিন্তা বাড়ছে বৈ কমছে না। পাশাপাশি দলবদলের রাজনীতি যে ক্রমাগত বিশ্বাসহীনতার জন্ম দিচ্ছে সে ব্যাপারেও একমত রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে রাজনৈতিক মহলের প্রায় প্রত্যেকেই একবাক্যে স্বীকার করে নিচ্ছেন দলভাঙার খেলায় কিন্তু প্রথম পা দিয়েছিলেন তৃণমূল নেত্রী। আজ সেই খেলাতেই দাপিয়ে বেড়াচ্ছে গেরুয়া শিবির এবং তৃণমূলকেই টুকরো টুকরো করছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!