এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ১৬-এর ভোটে ভবিষ্যৎবাণী মিলিয়ে দেওয়া কংগ্রেস নেতার দাবি একুশে বিজেপি ১০০-এর গণ্ডি পেড়োবে না

১৬-এর ভোটে ভবিষ্যৎবাণী মিলিয়ে দেওয়া কংগ্রেস নেতার দাবি একুশে বিজেপি ১০০-এর গণ্ডি পেড়োবে না


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিনকে দিন বিজেপির প্রভাব বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে গত লোকসভায় উত্তরবঙ্গে যখন বিজেপি আটটি আসনের মধ্যে সাতটি আসন দখল করেছিল, তখন কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল তৃণমূল সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলো। তবে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি কোনমতেই একশোর বেশি আসন পাবে না বলে এবার রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদবাবু।

যার ফলে জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। সূত্রের খবর, বুধবার আলিপুরদুয়ার বীরপাড়া চৌপথি সহ বেশ কয়েকটি এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ গ্রহন করেন দেবপ্রসাদবাবু। আর সেখানেই তিনি দাবি করেন, এবার বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা দুই অঙ্ক পার হতে পারবে না। স্বাভাবিক ভাবে এই ঘটনায় ব্যাপক শোরগোল তৈরি করেছে।

তবে এই প্রথম নয়, 2016 সালের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদবাবু একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। আর সেই নির্বাচনের সময় এই কংগ্রেস নেতা দাবি করেন, এখানে কোনোমতেই বাম কংগ্রেস জোট জয়লাভ করবে না। যেখানে তৃনমূলই জয়লাভ করবে বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। যার পরে নির্বাচনী ফলাফলে তা বাস্তব হিসেবে দেখা গিয়েছিল। আর এবার বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে রীতিমত শোরগোল তুলে দিলেন সেই কংগ্রেস নেতা। কিন্তু এবারে তার এই ভবিষ্যৎবাণী কতটা বাস্তব হয়, এখন সেটাই লক্ষণীয় বিষয় সকলের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন দেবপ্রসাদবাবু বলেন, “2016 সালের ভোটের সময় আমি জোটের বিরোধী ছিলাম। কিন্তু এবার জোটকে সমর্থন করছি। দেশের গণতন্ত্র ও সংবিধান আক্রান্ত হওয়ার জন্যই এই সমর্থন আমার। এবার বিধানসভা ভোটে বিজেপির আসন সংখ্যা দুই অংক পার করতে পারবে না।” তবে দেবপ্রসাদবাবু একথা বললেও তাকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা বলেন, “লোকসভা ভোটের সময় অমিত শাহ বলেছিলেন, পশ্চিমবঙ্গে 22 টা আসন পাব। সেখানে আমরা 18 পেয়েছি।

আসলে নিজেদের দলের কর্মীদের ভয় দূর করতেই দেবপ্রসাদবাবু এখন এই ধরনের কথা বলছেন।” তবে দেবপ্রসাদবাবুর এই ধরনের মন্তব্য নিয়ে এখন রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে। যেখানে বিজেপির হাইপ্রোফাইল নেতারা বাংলায় এসে তৃণমূল সহ অন্যান্য বিরোধীদের ঘর ভাঙতে শুরু করেছে এবং রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে বলে আত্মপ্রত্যয় মনোভাব পোষণ করছে, সেখানে এই কংগ্রেস নেতার এই ধরনের দাবি কতটা বাস্তব হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। স্বাভাবিক ভাবেই গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!