এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কোন পথে শুভেন্দু অধিকারী? অমিত শাহের বঙ্গসফরের আগে নতুন পদক্ষেপে শুরু তীব্র জল্পনা!

কোন পথে শুভেন্দু অধিকারী? অমিত শাহের বঙ্গসফরের আগে নতুন পদক্ষেপে শুরু তীব্র জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টতৃণমূলে সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদ না পাওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যাপক জল্পনা জড়িয়ে পড়ে। দল কিংবা সরকারের কোনো কর্মসূচিতে দেখা যায়নি তাকে। সাম্প্রতিককালে তার দলবলের জল্পনা ক্রমশ জোরালো হতে শুরু করেছিল। আর এই পরিস্থিতিতে হঠাৎ করেই মেদিনীপুরের পুলিশের পক্ষ থেকে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে দেখা যায় রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আর দীর্ঘদিন প্রশাসন বা শাসক দলের কোনো অনুষ্ঠানে যোগ না দেওয়া শুভেন্দু অধিকারী হঠাৎ করেই প্রকাশ্যে চলে আসায় রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়ল।

বলা বাহুল্য, তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী। যেখানে যখন দল বিপদে পড়েছে, তখন সেখানকার দায়িত্ব গেছে শুভেন্দু অধিকারীর কাঁধে। আর দায়িত্ব পাওয়ার সাথে সাথেই সেখানকার মাটি পুনরুদ্ধার করে ঘাসফুল শিবিরের পক্ষে জনমত এনেছেন তিনি। দেখিয়ে দিয়েছেন তার নিজস্ব ক্যারিশমা‌। কিন্তু তার পরেও তাকে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়নি। যে সমস্ত জেলার তিনি দায়িত্বে ছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে পর্যবেক্ষক পদ তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই এহেন শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ পদ না পাওয়ার পর তিনি কার্যত সবার অলক্ষ্যে চলে যান। যা ক্রমশ জল্পনা বাড়াতে শুরু করে।

মাঝে সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করতে পারেন বলেও গুঞ্জন তৈরি হয়েছিল। অনেকেই দাবি করতে শুরু করেছিলেন, দুর্গা পুজোর আগে রাজ্যে আসছেন অমিত শাহ। হয়ত বা শুভেন্দু অধিকারী সেই অমিত শাহর হাত ধরেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন। কিন্তু তার আগেই সবার অলক্ষে থাকা শুভেন্দুবাবু প্রকাশ্যে বেরিয়ে পড়লেন‌। যেখানে পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে গাইড ম্যাপ প্রকাশের অনুষ্ঠানে বক্তব্য রাখতে দেখা গেল তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মাঝে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য সম্পূর্ণ রূপে নিজেকে গৃহবন্দী করে নিয়েছিলেন তিনি। কিন্তু এবার আবার প্রকাশ্যে আশা নিয়ে সেই শুভেন্দু অধিকারীর ভবিষ্যতের ব্যাপারে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ল। অনেকেই বলছেন, যেহেতু শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তাই সেই সমস্ত কিছুকে আটকাতে তিনি প্রশাসনের মঞ্চে উপস্থিত হয়ে বুঝিয়ে দিলেন যে, তিনি এখনই তেমন কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন।

অনেকে বলছেন, শুভেন্দু অধিকারী বুঝেশুনে এখন পদক্ষেপ গ্রহণ করতে চাইছেন। তাই তাকে নিয়েই যাতে কোনো বিতর্ক না হয়, তার জন্য এই মঞ্চে উপস্থিত হলেন তিনি। তবে মঞ্চে বক্তব্য রাখলেও রাজনৈতিক কোনো কথা বলতে দেখা গেল না তাকে। যার ফলে আরও জল্পনা সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে এবার প্রকাশ্য মঞ্চে বক্তব্য রেখে শুভেন্দু অধিকারী ভবিষ্যতের জন্য কি বার্তা দিয়ে গেলেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!