এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিমান নিয়ে বিজেপিতে গিয়েছিলেন! নিজে গিয়ে প্রভাবশালীকে ফেরালেন মমতা! খুশির হাওয়া তৃণমূলে

অভিমান নিয়ে বিজেপিতে গিয়েছিলেন! নিজে গিয়ে প্রভাবশালীকে ফেরালেন মমতা! খুশির হাওয়া তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা ভোটের আগে অভিমান হওয়ার কারণে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। কিন্তু ঝাড়গ্রামের সংগঠনের কথা মাথায় রেখে সেই বিক্রমাদিত্য মল্লদেবকে আবার তৃণমূলের দায়িত্ব নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার থেকে ফেরার আগেই এই বিক্রমাদিত্য পৌরসভা এলাকা দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আর তারপরেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি ঝারগ্রাম পৌরসভার পরবর্তী পৌর প্রধান হতে চলেছেন বিক্রমাদিত্য মল্লদেব? যার ফলে এখন অনেকের মনেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি বাবা দুর্গেশ মল্লদেবের পর এই ঝাড়গ্রাম শহরের শাসনের ভার থাকবে তার ছেলের ওপর?

এদিন এই প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, “নেত্রী বলেছেন বটে তবে আমাদের দলে এত আগে থেকে কিছু হয় না। কেউ কিছু আগে ভেবে নিলে ভুল করবে।” প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর মে মাসের শুরুর দিকে লোকসভা ভোটের সময় ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নির্বাচনী জনসভায় দর্শক আসনে বসে তার বক্তব্য শুনেছিলেন বিক্রমাদিত্য মল্লদেব। পরবর্তীতে গত বছর তিনি বিজেপিতে যোগদান করেন। আর এরপর নিজের ছেলেকে আর রাজবাড়িতে ঢুকতে দেননি দুর্গেশ মল্লদেব। তবে সম্প্রতি তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে সেই বিক্রমাদিত্য মল্লদেব তৃনমূলে যোগ দেন। আর এবার বাবার সঙ্গে সমস্ত গন্ডগোল মিটিয়ে আবার তৃণমূল কংগ্রেসে সক্রিয় হয়ে উঠেছেন তিনি বলে আভাস পাওয়া গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে বিক্রমাদিত্য মল্লদেবকে বাড়তি গুরুত্ব দিয়ে ঝাড়গ্রাম পৌর এলাকা দেখার পরামর্শ দিলেন, তাতে দলে যে বিক্রমাদিত্য মল্লদেবের গুরুত্ব যে অনেকটাই বৃদ্ধি পেল, তা বলার অপেক্ষা রাখে না। এদিনই প্রসঙ্গে বিক্রমাদিত্য বাবু বলেন, “দিদি আমাকে বলেছেন বাবার সঙ্গে কাজ করতে শহরে। গরিব মানুষের পাট্টা পাওয়ার বিষয়টি বাবার সঙ্গে আমাকেও দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী।” যদিও বা এই ব্যাপারে তৃণমূলকে কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি সুকুমার শতপথী বলেন, “চাপে পড়ে বিক্রমাদিত্য একথা বলছেন।” তবে যেভাবে বিক্রমাদিত্য বিজেপিতে গিয়েও আবার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তৃণমূলের দায়িত্ব দিয়ে সক্রিয় করে দিলেন, তাতে বিজেপি এখন কিছুটা হলেও চাপে পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন বিক্রমাদিত্যবাবুর তৃণমূলে আবার সক্রিয় হওয়ার পদ্ধতি তৃণমূলকে কতটা সফলতা এনে দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!