এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রাণহানি অব্যাহত, এবার করোনাতে প্রাণ হারালেন প্রাক্তন বিধায়ক, শোকের ছায়া রাজনৈতিকমহলে

প্রাণহানি অব্যাহত, এবার করোনাতে প্রাণ হারালেন প্রাক্তন বিধায়ক, শোকের ছায়া রাজনৈতিকমহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। আক্রান্ত হতে শুরু করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি, এমনকি রাজনৈতিক জনপ্রতিনিধিরাও। ইতিমধ্যেই একাধিক বিশিষ্ট ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর এবার এই ভাইরাস কেড়ে নিল বাংলার আর এক প্রখ্যাত রাজনীতিবিদকে। জানা গেছে, এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শান্তিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অজয় দে। যে খবরে ইতিমধ্যেই শোকের আবহ তৈরি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অজয় দে। আর তারপরেই শান্তিপুর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসা চললেও ধীরে ধীরে অবস্থার অবনতি হতে শুরু করে তৃণমূলের এই হেভিওয়েট নেতার। অবশেষে শুক্রবার সকালে করোনা ভাইরাসের কাছে পরাজিত হয়ে যান তিনি। সূত্রের খবর, আজ শুক্রবার সকালে করোনা ভাইরাসে মৃত্যু হয় তৃণমূল নেতা অজয় দের। স্বাভাবিক ভাবেই নদীয়া জেলার অবিসংবাদিত তৃণমূল নেতা হিসেবে পরিচিত অজয়বাবুর মৃত্যুর কারণে ব্যাপক শোকের আবহ তৈরি হয়েছে শাসকদলের অন্দরমহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, ইতিমধ্যেই বেশ কিছু হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব এই করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় বাংলায় চলছিল বিধানসভা নির্বাচন। আর সেই সময় নির্বাচন হওয়ার আগেই মুর্শিদাবাদ জেলার দুই বিধানসভা কেন্দ্রের দুই বাম প্রার্থী করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেন। একইভাবে নির্বাচন পর্ব সম্পন্ন হয়ে গেলেও ভোটের ফলাফলে নিজের জয় দেখে যেতে পারেননি খড়দা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কাজল সিনহা।

আর এই পরিস্থিতিতে সামগ্রিকভাবে দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা যখন বাড়ছে, তখন বেশ কিছু বিধিনিষেধ জারি করতে হয়েছে রাজ্য সরকারকে। কিন্তু তারপরেও শাসক দলের অন্দরে হতাশা বাড়িয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তৃণমূলের বর্ষিয়ান নেতা অজয় দে। দলের গুরুত্বপূর্ণ নেতাকে হারিয়ে এখন ব্যাপক হতাশ ঘাসফুল শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!