এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যসভা থেকেই কি ২০১৯ এর লড়াই শুরু করতে চলেছেন কি মমতা

রাজ্যসভা থেকেই কি ২০১৯ এর লড়াই শুরু করতে চলেছেন কি মমতা


শুধু লোকসভাই নয় এবার রাজ্য সভাতেও বিরোধী দলগুলির জোট শক্তির মহড়া দেখাতে উদ্যোগী হয়ে উঠলো। জানা গেলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচন নিয়ে সক্রিয় হয়ে উঠেছে। এমনকী তাঁরা এবার এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার কথা ও স্থির করেছে। উল্লেখ্য রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানে পি জে কুরিয়েনের মেয়াদ শেষ হচ্ছে ৩০ শে জুন। এই সময় সীমার মধ্যেই ডেপুটি চেয়ারম্যান নির্বাচন করতে হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজ্য সভায় এই মুহূর্তে এনডি জোটের অবস্থা বেশ নরবড়ে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে বিরোধী শিবির চাইছে একটা জোড়ালো ধাক্কা দেওয়ার সম্ভবনা তৈরী করতে। প্রসঙ্গত ২৪৫ সদস্যের রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান পদে জয়লাভের জন্যে ন্যূনতম ১২২টি আসনে জয়লাভ করতে হবে। এই অবস্থায় বিরোধীদের সম্মিলিত আসনের সংখ্যা ১১৭ টি। বিরোধী শিবিরের জয়লাভের জন্যে দরকার আরোও ৬ টি ভোট। যা দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির থেকে পাওয়া এমন কিছু কঠিন নয়। জানা গেলো এই অবস্থায় রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বীতা করতে চাইলে সেটা খুব একটা অনভিপ্রেত হবে বলে রাজনৈতিক মহল অন্তত মনে করছে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!