এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Breaking News, বিজয় মিছিল নিয়ে নির্বাচন কমিশনকে বিশেষ নির্দেশ হাইকোর্টের

Breaking News, বিজয় মিছিল নিয়ে নির্বাচন কমিশনকে বিশেষ নির্দেশ হাইকোর্টের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য ও দেশ জুড়ে তীব্র করোনা সংক্রমনের কারণে এবারের নির্বাচনে বিজয় মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ফলাফল ঘোষণার আগে বা পরে কোনোভাবেই বিজয় মিছিল বের করতে পারবে না কোন রাজনৈতিক দল। এছাড়া নির্বাচনের শংসাপত্র নিতে গণনা কেন্দ্রে বিজয়ী প্রার্থী সর্বাধিক দুজনকে নিয়ে প্রবেশ করতে পারবেন। এর বেশি মানুষকে গণনা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেয়া হবেনা। এবার হাইকোর্টের পক্ষ থেকে বিজয় মিছিল বন্ধ করা নিয়ে নির্বাচন কমিশনকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচনের ফলাফলের দিন বিজয় মিছিল বন্ধ করতে হাইকোর্টে এক মামলা দায়ের করা হয়েছিল। আজ এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এর পক্ষ থেকে জানানো হয় যে, বিজয় মিছিলের ওপর শুধুমাত্র নিষেধাজ্ঞা জারি করলেই হবে না। নির্বাচনের সঙ্গে যে সমস্ত আধিকারিক যুক্ত আছেন, তাঁদেরকে দেখতে হবে তা যেন কঠোরভাবে প্রয়োগ করা হয়। নির্বাচনের ফলাফলের দিনে কোথাও যেন বিজয় মিছিল না বের করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে কোন রাজনৈতিক দলের কর্মী,সমর্থকরা যদি বিজয় মিছিল বের করেন, তবে সে ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে নির্বাচন কমিশনকে।

আদালতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, নির্বাচনের সঙ্গে যে সমস্ত আধিকারিক যুক্ত আছেন, কমিশনের সেই সমস্ত আধিকারিককে কঠোর হতে হবে, যাতে নির্বাচন কমিশনের নির্দেশ সম্পূর্ণভাবে মেনে চলা হয়। ইতিপূর্বে, দেখা গেছে যে, নির্বাচন কমিশন বেশ কিছু নির্দেশ জারি করলেও সেই নির্দেশ তেমনভাবে মান্য করা হয় নি। এবার নির্বাচন কমিশনের এই নির্দেশ কতটা কার্যকর হয়? সেদিকে দৃষ্টি থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!