এখন পড়ছেন
হোম > জাতীয় > “এখন জাতীয় বিপর্যয়, আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না।” – জানালো সুপ্রিমকোর্ট

“এখন জাতীয় বিপর্যয়, আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না।” – জানালো সুপ্রিমকোর্ট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা বিষয়ে সুপ্রিম কোর্টে চলা একাধিক মামলায় আজ বেশ কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্ত জানালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হলো যে, এখন জাতীয় বিপর্যয় চলছে। এ অবস্থায় আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না। আজ করোনা পরিস্থিতি নিয়ে এক মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মানুষের প্রাণ বাঁচানোর জন্য দরকার মনে করলে আদালত হস্তক্ষেপ করবে।

আজ করোনা নিয়ে চলা মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানালেন যে, দেশে এখন যা চলছে, তা হলো জাতীয় বিপর্যয়। রাজনৈতিক তর্কাতর্কির সময় এটা নয়। এখন সকলের উচিত দেশের পাশে দাঁড়ানো। মানুষের জীবন বাঁচানো হলো আদালতের অগ্রাধিকার। তাই আদালত যখনই দরকার মনে করবে, তখনই হস্তক্ষেপ করবে। এ বিষয়ে হাইকোর্ট গুলিরও গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কেন্দ্রের কাছে জানতে চাইলেন যে, করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের জন্য আলাদা দাম নির্ধারণ করা হয়েছে কেন? কেন্দ্রের কাছে এ বিষয়ে জবাব তলব করা হয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দ্রুত দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হলো। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, টীকাকরণই কি এই মুহূর্তে করোনা মোকাবিলার একমাত্র উপায়? দেশে এখন জাতীয় বিপর্যয় চলছে। সংকট মোকাবেলায় কেন্দ্রের জাতীয় পরিকল্পনা কি? সেটাও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!