এখন পড়ছেন
হোম > জাতীয় > গো-বলয়ের ফলাফলে উৎসাহিত সম্মিলিত বিরোধী শক্তি লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের দৌড় ২০০-এর মধ্যে থামাতে চায়

গো-বলয়ের ফলাফলে উৎসাহিত সম্মিলিত বিরোধী শক্তি লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের দৌড় ২০০-এর মধ্যে থামাতে চায়


পাঁচ রাজ্যের বিধানসভার ফলাফল স্বস্তি দিতে পারল না গেরুয়া শিবিরকে। লোকসভা ভোটের আগেই কংগ্রেস মুক্ত ভারত গড়ার স্বপ্নে বড়সড় আঘাত পেল মোদী বাহিনী। হিন্দি বলয়ের তিন রাজ্যেই মুখ থুবড়ে পড়ল বিজেপি। পাঁচটি গুরুত্বপূর্ন রাজ্যের বিধানসভা নির্বাচনকে লোকসভা ভোটের সেমিফাইনাল বলা হচ্ছিল।

সেই সেমিফাইনালেই বিজেপির ভরাডুবি অবস্থা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের বলে ধারণা বিরোধীদের। ওদিকে জয়ের আনন্দে উচ্ছ্বসিত কংগ্রেস। ঘুরে দাঁড়ানোর লড়াইটা বোধহয় এখন থেকেই শুরু হল রাহুল গান্ধীর। ওদিকে, অপ্রত্যাশিত ফলাফল শঙ্কার ঘন্টা বাজিয়ে দিল গেরুয়া শিবিরে দাবি কংগ্রেস সহ অন্যান্য বিরোধীদের।

এর পরিপ্রেক্ষিতে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তার উপর শরিকরা যেভাবে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে তাতে বিপদ আরো বাড়বে বলেই আশঙ্কা পদ্মশিবির কর্তাদের।

দিল্লির মসনদের লাগাম ধরে রাখতে গেলে এই মুহূর্তে শরিকদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বিজেপির। নয়তো ২০০ টি আসনের লক্ষ্যমাত্রায় পৌছাতে হিমশিম খেতে হবে বিজেপিকে, এমনটাই মনে করছেন রাজনীতিবিদরা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোয়ে যোগ দিয়ে আকালি দলনেতা নরেশ গুজরাল বলেছেন, শরিক দলের সঙ্গে মনোমালিন্য থাকলে ১৯’এর লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপির পক্ষে সম্ভব নয়। বিশেষ করে শিবসেনার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে না পারলে লোকসভা ভোটে জিততে বিজেপিকে ভালোই বেগ পেতে হবে বলেই মনে করছেন তিনি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বিশেষ সূত্রের খবর, রাজস্থান এবং মধ্যপ্রদেশে কংগ্রেসের জয়ের পর তাদের প্রশংসায় পঞ্চমুখ শিবসেনা। ২০১৯ এর লোকসভা ভোটে মহারাষ্ট্রে ৫০% আসন দাবী করেছে বিজেপির এই শরিক দল। ওদিকে সংসদের শীতকালীন অধিবেশনে রামমন্দির তৈরির ইস্যুতে বিজেপিকে তুলোধনা করার পরিকল্পনাও রয়েছে শিবসেনার। কাজেই বিজেপি এবং শিবসেনার মধ্যে সম্পর্ক যে ভালো নেই তার স্পষ্ট প্রমান এগুলোই।

তাছাড়া বিরোধী মহাজোটের আক্রমণ অন্যদিকে শরিকদলের অসহযোগী আচরণ দুদিকের সাঁড়াশি চাপে কার্যত হাঁসফাঁস অবস্থা বিজেপির। পরিস্থিতি পাল্টাতে পারে যদি শরিকদল বিজেপি বিদ্বেষী না হয়ে সমঝোতায় আসে। কারণ বিজেপির সঙ্গে শরিকদলে দূরত্ব না মিটলে ১৯’এর ভোট বৈতরণী পার করা সহজ হবে না, এমনটাই সাফ ইঙ্গিত দিয়ে দিল পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল।

২০১৯-এর নির্বাচনী লড়াই যে সম্মিলিত বিরোধী দলগুলির সঙ্গে ‘একের বিরুদ্ধে এক’ ফর্মুলায় হতে চলেছে – তা একপ্রকার নিশ্চিত গেরুয়া শিবিরের নেতারা। এখন লোকসভা ভোটে বিরোধীদের পাল্টা আক্রমণ করতে বিজেপির রণকৌশল কী হবে, তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে গেরুয়া শিবিরে, এমনটাই জানা যাচ্ছে রাজনৈতিক সূত্রের খবর থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!