এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি ফেরত নেতাকে পঞ্চায়েতের গুরু দায়িত্ব, দলীয় বৈঠকে বড় সিদ্ধান্ত মমতার!

বিজেপি ফেরত নেতাকে পঞ্চায়েতের গুরু দায়িত্ব, দলীয় বৈঠকে বড় সিদ্ধান্ত মমতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যুক্ত হয়েছিলেন সব্যসাচী দত্ত। তবে 2021 এর বিধানসভা নির্বাচনের পর আবার নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন তিনি। আর তারপর থেকে ধীরে ধীরে দায়িত্ব বাড়তে থাকে সব্যসাচী বাবুর। তবে এবার বিজেপি থেকে আসা এই তৃণমূল নেতাকে পঞ্চায়েতের আগে গুরু দায়িত্ব দিল তৃণমূল নেতৃত্ব। যেখানে দলীয় বৈঠক থেকে যে ভাঙন নিয়ে এত সমস্যা শুরু হয়েছে, সেই ভাঙ্গরের দায়িত্ব দেওয়া হল সব্যসাচী দত্তকে।

সূত্রের খবর, এদিন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যে বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বরা। আর সেই বৈঠকেই ভাঙর নিয়ে বড় সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, এই বৈঠক থেকেই যে ভাঙর নিয়ে এত সমস্যা শুরু হয়েছে, সেই ভাঙ্গরের দায়িত্ব সওকত মোল্লার পাশাপাশি দেওয়া হয় সব্যসাচী দত্তকে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ভাঙ্গর নিয়ে যথেষ্ট চাপে রয়েছে তৃণমূল নেতৃত্ব যথেষ্ট চাপে রয়েছে। রাজ্যপালের মন্তব্য থেকে শুরু করে বিরোধীদের আক্রমণ শাসকদলকে বেকায়দায় ফেলে দিয়েছে। আর এই পরিস্থিতিতে সওকত মোল্লার পাশাপাশি সব্যসাচী দত্তকে বাড়তি দায়িত্ব দিয়ে ভাঙ্গর সমস্যার সমাধান করতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!