এখন পড়ছেন
হোম > রাজনীতি > রাজ্যে লাগাতার সন্ত্রাস, সমস্ত কর্মসূচি স্থগিত করে ক্যানিং সফরে রাজ্যপাল!

রাজ্যে লাগাতার সন্ত্রাস, সমস্ত কর্মসূচি স্থগিত করে ক্যানিং সফরে রাজ্যপাল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে লাগাতার সন্ত্রাসের ঘটনা ঘটতে শুরু করেছে। মনোনয়ন পর্বের প্রথম দিন থেকেই বিভিন্ন জায়গায় বিরোধীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে শুক্রবার ভাঙ্গরে গিয়ে গোটা ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল। আর এবার নিজের যাবতীয় কর্মসূচি স্থগিত করে ক্যানিংয়ে গেলেন বাংলার সাংবিধানিক প্রধান।

প্রসঙ্গত, নির্বাচনে মনোনয়ন পর্বকে কেন্দ্র করে ভাঙ্গরের পাশাপাশি খবরের শিরোনামে উঠে এসেছিল ক্যানিং। যেখানে তৃণমূলের হামলায় বিরোধী নেতা কর্মীদের অনেকে আক্রান্ত বলে অভিযোগ। বিজেপির পক্ষ থেকে বারবার ক্যানিংয়ের ঘটনা নিয়ে শাসক দলকে আক্রমণ করা হয়েছে। আর এই পরিস্থিতিতে সেই ক্যানিংয়ে পৌঁছে গেলেন রাজ্যপাল। জানা গিয়েছে, আজ রাজ্যের বাইরে যাওয়ার কথা ছিল রাজ্যপালের। কিন্তু সেই সমস্ত কর্মসূচি স্থগিত করে লাগাতার সন্ত্রাস এবং হিংসার কারণে ক্যানিংয়ে পৌঁছে গিয়েছেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে একের পর এক বিভিন্ন ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে সক্রিয়তা বাড়াতে শুরু করেছেন রাজ্যপাল। বুঝিয়ে দিচ্ছেন, হিংসার ঘটনায় তিনি চুপ থাকবেন না। আর এই পরিস্থিতিতে নিজের একাধিক কর্মসূচি থাকলেও হিংসার কারণে তা স্থগিত করে দিয়ে ক্যানিং সফর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!