এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাড়ছে নির্দলের সংখ্যা, দলীয় বৈঠকে বড় বার্তা স্বয়ং মমতার! কি বললেন তৃণমূল নেত্রী!

বাড়ছে নির্দলের সংখ্যা, দলীয় বৈঠকে বড় বার্তা স্বয়ং মমতার! কি বললেন তৃণমূল নেত্রী!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েতে মনোনয়ন পর্ব জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এখন চলছে প্রতীক বিলির কাজ। তবে তৃণমূলে যারা টিকিট পাননি, তারা ইতিমধ্যেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েছেন। আর এই পরিস্থিতিতে পঞ্চায়েত নিয়ে দলীয় বৈঠকে সেই ব্যাপারে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে নেত্রীর নির্দেশ সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নেত্রীর বক্তব্যকে সামনে এনে কল্যাণবাবুর অনুরোধ, যারা নির্দল হিসেবে দাড়িয়েছেন, তারা অনুগ্রহ করে নিজেদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিন। দল পরবর্তীতে আপনাদের কথা বিবেচনা করবে।

প্রসঙ্গত, এদিন তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেখানে যারা দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তারা যাতে দ্রুত নিজেদের প্রার্থীপদ প্রত্যাহার করে নেন, আর তার জন্য অনুরোধ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন, আজকে প্রতীক বিলি হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, নেত্রী নিজে বলেছেন, তার হয়ে আমি আপনাদের বার্তা দিচ্ছি, অনুগ্রহ করে আপনারা নিজেদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিন। কারণ নেত্রী নিজে আপনাদের কাছে অনুরোধ করেছেন‌। সবাই আপনারা প্রার্থীপদ প্রত্যাহার করুন। আপনাদের যা দাবি দাওয়া রয়েছে, দল তাকে বিবেচনা করবে।”

বিশেষজ্ঞদের মতে, দলের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বর্তমানে প্রত্যেকটি ব্লকে চিন্তায় রয়েছে তৃণমূল কংগ্রেস। গোটা রাজ্যে তৃণমূলের প্রার্থীরাই তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থীদের সঙ্গে লড়াই করতে ব্যস্ত। আর এই পরিস্থিতিতে দলের গুরুত্বপূর্ণ বৈঠক থেকে সেই ব্যাপারে বার্তা দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে এবার বিক্ষুব্ধদের ক্ষোভ প্রশমনে কতটা সাফল্য পায় তৃণমূল নেতৃত্ব, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!