এখন পড়ছেন
হোম > অন্যান্য > আসন্ন বক্সিং ডে টেস্টে ভারত ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে কি বলছে বিশেষজ্ঞদের পরিসংখ্যান?

আসন্ন বক্সিং ডে টেস্টে ভারত ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে কি বলছে বিশেষজ্ঞদের পরিসংখ্যান?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ২৬শে ডিসেম্বর শনিবার থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। অজিঙ্ক রাহানের নেতৃত্বে এবার ভারত টেস্ট খেলবে বলেও জানা গেছে। তবে এরই মধ্যে অধিনায়ক বিরাট কোহালি ও পেসার শামি না থাকায় ভারতীয় দল এবার খানিকটা পিছিয়ে রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ভারতের মানসিকভাবে পিছিয়ে থাকার আশঙ্কা করেছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচও।

এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধান কোচ ল্যাঙ্গার বলেন তাঁর মতে, বিরাট কোহালি হল সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম। আর শামিও ভারতীয় বোলিং এর দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। তাই এই দু’জন না থাকায় অবশ্যই বিপক্ষের সুবিধা হবে বলেই মনে করছেন তিনি। সেইসঙ্গে প্রথম দিন থেকেই দারুণভাবে শুরু করতে হবে বলেও জানান তিনি।

বস্তুত, রাহানে এখন নতুন ক্যাপ্টেন। তাই তাঁকে চাপে ফেলার লক্ষ্য থাকবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সেরা খেলোয়াড়রা দলের মনোবল অনেকটাই বাড়িয়ে দেয়। তাই তারা না থাকলে যে কোনও ক্রিকেট দলই দুর্বল হয়ে পড়ে। আর সেটাই হয় বিপক্ষের অ্যাডভান্টেজ।

সেখানে প্রথম টেস্টের দলে অস্ট্রেলিয়া কোনও পরিবর্তন করছে না বলেই জানা গেছে। সেখানে কুঁচকির চোটে ডেভিড ওয়ার্নারকে না পাওয়া গেলেও জো বার্নস ও ম্যাথু ওয়েড ছন্দে থাকায় তাই সমস্যা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই এমন পরিস্থিতিতে ভারত ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে কি বলছে বিশেষজ্ঞদের পরিসংখ্যান? দেখে নেওয়া যাক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ক্রীড়া বিশেষজ্ঞদের ব্যক্তিগত পরিসংখ্যানে দেখা গেছে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এখনও পর্যন্ত আট বার মুখোমুখি হয়েছে ভারত অস্ট্রেলিয়া। যার মধ্যে পাঁচ বারই অস্ট্রেলিয়া জিতেছে। আর সেখানে ভারত মাত্র এক বার জিতেছে। এছাড়া দুই দলের মধ্যে দুবার ম্যাচ ড্রও হয়েছে।

এর আগে ২০১৮ সালে মেলবোর্নে ভারতীয় ক্রিকেট দল শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হয়েছিল। চেতেশ্বর পূজারার দুর্দান্ত ব্যাটিং ও জসপ্রীত বুমরাহের অনবদ্য বোলিংয়ের সুবাদে বিরাট কোহলির টিম সেই ম্যাচ ১৩৭ রানে প্রথমবার জিতেছিল। এর ঠিক ৪ বছর আগে ২০১৪ সালে মেলবোর্ন টেস্টে ভারত বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের ব্যাটিং এ ভর করে হারের মুখ থেকে বেঁচেছিল।

তবে বিপক্ষের তরফে ভারত বনাম অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি রান নিয়ে দেখা গেছে রিকি পন্টিংকে। সেইসঙ্গে এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। সেখানে ২০০৩-২০০৪ সালে ভারতীয় দলের হয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের এক ইনিংসং সর্বাধিক রান করেছিলেন বীরেন্দ্র শেহওয়াগ। অন্যদিকে, ভারতীয় ফাস্ট বোলার ইসেবে উঠে এসেছিল জসপ্রীত বুমরাহের নাম।

তবে ইতিমধ্যে সেখানে ভারতীয় দলের অনবদ্য দুই খেলোয়াড় বিরাট কোহলি এবং শামি না থাকায় দল কিছুটা হলেও পিছিয়ে পড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও অস্ট্রেলিয়ার কোচের এই সুযোগের সদ্ব্যবহার করা হবে বলেই জানান হয়েছে। তবুও খেলার ভবিষ্যত নিয়ে আশাবাদী মনোভাবই রেখেছেন ভারতীয় ক্রিকেট দলের অনুরাগীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!