এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ঈদের নামাজ নিয়ে হতে চলেছে বড়সড় সিদ্ধান্ত! 40 হাজার মসজিদের কাছে যাচ্ছে বিশেষ “চিঠি”

ঈদের নামাজ নিয়ে হতে চলেছে বড়সড় সিদ্ধান্ত! 40 হাজার মসজিদের কাছে যাচ্ছে বিশেষ “চিঠি”


করোনা ভাইরাসকে আটকাতে এখন লকডাউনের পন্থা বেছে নিয়েছে গোটা দেশ। গোটা দেশ তৃতীয় দফার লকডাউনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। এই পরিস্থিতিতে আগামীদিনেও যে লকডাউন চলছে, সেই ব্যাপারে নিশ্চিত সকলে। তবে এই লকডাউনের মধ্যে ঈদ পড়তে চলেছে। আর সেই ঈদের ব্যাপারে এবার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল খিলাফত কমিটি। সূত্রের খবর, এবার লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব যাতে অমান্য না হয়, তার কারনে মসজিদ বা ময়দানে ঈদের নামাজ স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।

ইতিমধ্যেই 40 হাজারের মত মসজিদের কাছে এই ‌ব্যাপারে চিঠি পাঠিয়ে দিয়েছে খিলাফত কমিটি। যা নিয়ে এখন চলম চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকে বলছেন, যে মুসলিম সমাজের বিরুদ্ধে লকডাউন ভাঙ্গার বিভিন্ন অভিযোগ মাঝেমধ্যেই আসতে শুরু করেছিল। সেই সংখ্যালঘুদের একটি সংগঠনের সামাজিক সুরক্ষার স্বার্থে যেভাবে লকডাউন পালনের জন্য ঈদের অনুষ্ঠান বাতিলের আবেদন জানালেন, তা নিঃসন্দেহে নজিরবিহীন বলেই মত একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে কলকাতা শাখার খিলাফত কমিটির সম্পাদক সৈয়দ মহম্মদ শহিদ বলেন, “কলকাতায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে। তাই পারস্পারিক দূরত্বের বিধি না মেনে লক্ষাধিক মানুষের সমাগম ঈদের নামাজ পড়াটা বড় ঝুঁকি হয়ে যাবে। তাই তা স্থগিত রাখা হচ্ছে। মুসলিম সমাজের উদ্দেশ্যে আমার আবেদন, আপনারা দীর্ঘ এক মাস কষ্ট করে মসজিদে নামাজ পড়ছেন। ঈদের নামাজটা একটু কষ্ট করে নিজের বাড়িতে সপরিবারে পড়ুন।”

আর খিলাফত কমিটির পক্ষ থেকে এই আবেদন করা হলে তা সকলের মানা উচিত বলেই দাবি করছেন একাংশ। ইতিমধ্যেই করোনা ভাইরাসের গুরুত্ব বুঝে ঈদের নামাজ না করার কথা বলেছেন নাখোদা মসজিদের ট্রাস্টি নাসের ইব্রাহিম। তবে এখন সবথেকে বড় বিষয়, লকডাউনের মুহূর্তে মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে খিলাফত কমিটির পক্ষ থেকে 40 হাজার মসজিদের কাছে নামাজ না পড়ার চেয়ে আবেদন জানানো হল, তার পরিপ্রেক্ষিতে মসজিদগুলো তা কতটা মানে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!