এখন পড়ছেন
হোম > জাতীয় > ভালো কাজের পুরস্কার, গ্রামীণ উন্নয়ন খাতে কেন্দ্র চার হাজার কোটি দিল কেন্দ্র

ভালো কাজের পুরস্কার, গ্রামীণ উন্নয়ন খাতে কেন্দ্র চার হাজার কোটি দিল কেন্দ্র

পঞ্চায়েত নির্বাচনের আগেই সুখবর রাজ্যবাসীর জন্য। ভালো কাজের পুরস্কার জুটল কেন্দ্রের কাছে। সূত্রের খবর, পঞ্চায়েতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ গ্রামীণ উন্নয়ন খাতে কেন্দ্র চার হাজার কোটি টাকা দিল রাজ্যকে। প্রসঙ্গত, ১০০ দিনের কাজে ফের একবার দেশের সেরা রাজ্যের স্বীকৃতি পেয়েছিল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, এই প্রকল্পে আর্থিক বছরে সমস্ত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গই বরাদ্দ টাকার সবচেয়ে বেশি খরচ করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, প্রকল্পের অধীনে সবচেয়ে বেশি শ্রমদিবস তৈরিতেও সারা ভারতে শীর্ষে ছিল পশ্চিমবঙ্গ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কেন্দ্রের এই স্বীকৃতিতে প্রচন্ড খুশি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় নিজের প্রতিক্রিয়ায় জানান, শুধু কেন্দ্র সরকার নয়, রাষ্ট্রপুঞ্জ-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও রাজ্যের গ্রামীণ উন্নয়নের প্রশংসা করেছে, স্বীকৃতি দিয়েছে। কেন্দ্র মেনে নিল রাজ্যে উন্নয়ন হচ্ছে, এটা তৃণমূল সরকারের সাফল্য। আসলে উন্নয়নের সদিচ্ছা থাকলে, শত প্রতিকূলতাকেও জয় করা যায় – সেটাই করে দেখাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!