এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু এবার আরও চাঙ্গা, অতিষ্ঠ হয়ে উঠবেন মমতা! সোচ্চার বিজেপি!

শুভেন্দু এবার আরও চাঙ্গা, অতিষ্ঠ হয়ে উঠবেন মমতা! সোচ্চার বিজেপি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যত সময় যাচ্ছে, ততই যেন অন্ধকার ঘনিয়ে আসছে তৃণমূলের অন্দরে। 2021 এ তৃতীয়বার ক্ষমতায় এসেও মমতা বন্দ্যোপাধ্যায় ভালোমত ক্ষমতা ভোগ করতে পারছেন না। কারণ, বিরোধী দলনেতার নাম শুভেন্দু অধিকারী। একটি সময়ও তিনি শান্তি মত এই সরকারকে ঠিক থাকতে দিচ্ছেন না। বুঝিয়ে দিচ্ছেন, বিরোধিতা করা কাকে বলে। তবে সেই বিরোধিতা, সেই রাজনৈতিক আক্রমণ যে আরও বাড়বে, তা এবার নিজেই জানিয়ে দিলেন সেই শুভেন্দু অধিকারী। যার ফলে বোঝাই যাচ্ছে যে, এবার কতটা বিপদে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। সামনেই লোকসভা। তার আগে পাঁচ রাজ্যের নির্বাচনে বিরোধী জোট গঠন করে এটাকে সেমিফাইনাল হিসেবে ব্যাখ্যা করেছিল তারা। কিন্তু সেই সেমিফাইনালে তাদের মুখ থুবড়ে পড়েছে। সর্বত্র বিজেপির জয়জয়কার। আর তারপরেই বাংলা থেকে শুভেন্দু অধিকারী যে হুংকার দিলেন, তাতে এবার নিজের ঘর সামলাবেন, নাকি দেশের বিরুদ্ধে লড়বেন, সেটা ঠিক করার মত পরিস্থিতিতে নেই তৃণমূল নেত্রী। বিশেষজ্ঞদের মতামত এমনটাই।

প্রসঙ্গত, পাঁচ রাজ্যের ফলাফলের পর শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে ঝাঁঝ তিনি এই সরকারের বিরুদ্ধে বাড়িয়ে চলেছেন, তা যে আরও দ্বিগুণ হবে, তা স্পষ্ট করে দেন বিরোধী দলনেতা। শুভেন্দুবাবু বলেন, “কাল থেকে সাঁড়াশি আক্রমণ আরও বাড়বে, আপনারা সবাই দেখে নেবেন।” অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি হতে চলেছে! এমনিতেই তো শুভেন্দু অধিকারী এই তৃণমূল সরকারকে খাবি খাইয়ে ছাড়ছেন। তার মধ্যে পাঁচ রাজ্যের ফলাফল তার কাছে বাড়তি হাতিয়ার হিসেবে চলে এলো। তাই আগামী লোকসভার আগে পশ্চিমবঙ্গ থেকে বিপুল আসন বিজেপিকে পাইয়ে দিতে এখন থেকে তৃণমূলকে চারিদিক থেকে বেঁধে কি করে জব্দ করতে হয়, তার ফর্মুলা তৈরি করে নিয়েছেন বিরোধী দলনেতা। আর সেই ফর্মুলা প্রয়োগ করার পথেই তিনি এবার হাঁটতে শুরু করবেন বলেই মনে করছেন একাংশ।

ইতিমধ্যেই গোটা বিষয়ে সোচ্চার হতে শুরু করেছে বিজেপিও। তাদের দাবি, এবার বিধানসভার ভেতরে এবং বাইরে রাজনৈতিক নিশ্বাস ফেলার মতও সুযোগ পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সব দিক থেকেই তাকে ঘিরে ধরবেন রাজ্যের বিরোধী দলনেতা। আইনের বাইরে গিয়ে কাজ করার দিন শেষ। রাজ্যে এবার প্রতিষ্ঠিত হবে শাসনের আইন। তাই সেই লক্ষ্য নিয়ে লড়াই করে পশ্চিমবঙ্গকে সুশাসন দেওয়ার পথে হাঁটবেন শুভেন্দু অধিকারী। আগামী লোকসভায় এই রাজ্য থেকে তৃণমূলের জামানত জব্দ হবে। উচিত শিক্ষা পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, ত্রিপুরাতে নোটার থেকেও কম ভোট পেয়ে সেখানে যদি ওই ফলাফল নিয়ে তৃণমূল লাফালাফি করে, তাহলে বিজেপি তো একটি সর্বভারতীয় দল। তারা তো এই অভূতপূর্ব ফলাফল নিয়ে পশ্চিমবঙ্গে সর্বতোভাবে প্রভাব প্রতিপত্তি বিস্তার করবে, এটাই তো স্বাভাবিক। তারা তো আর আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় নেতাদের মত নয়। তাদের লক্ষ্য রয়েছে পশ্চিমবঙ্গে পরিবর্তন আনার। যে লক্ষ্যের জন্য শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গোটা বিজেপির টিম কাজ করছে। সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার। তাই পাঁচ রাজ্যের ফলাফলের পর এই রাজ্যের বিজেপি কর্মীরা যথেষ্ট উজ্জীবিত। তারা ভাবছেন, সোনার বাংলায় কবে সুশাসন আসবে! কবে এখানে ফ্যাসিস্ট তৃণমূলকে বিদায় জানিয়ে প্রতিষ্ঠা হবে জনতার সরকারের! তাই শুভেন্দু অধিকারী আরও ঝাঁঝ বাড়ানোর কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজানো সংসারে যেন বিপদ বাড়িয়ে দিলেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!