এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রী এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুদূর ত্রিপুরাতেও

মুখ্যমন্ত্রী এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুদূর ত্রিপুরাতেও

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যের গন্ডি পেরিয়ে তাঁর সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুদূর ত্রিপুরাতেও। বিধাননগরের মেয়র এবং তৃণমূলের বিধায়ক ও দলের উত্তর-পুর্বাঞ্চলের পর্যবেক্ষক সব্যসাচী দত্ত মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব নিয়ে সদ্য স্টেট রাইফেলস জওয়ানের গুলিতে নিহত ত্রিপুরার সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের বাড়িতে যান। সেখানে নিহত সুদীপবাবুর মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলিয়ে দেন মুখ্যমন্ত্রীর।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিহত সুদীপবাবুর মা জানান, রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে এসেছেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগরতলায় আসতে পারেননি, কিন্তু তিনি সুদীপের ছেলেকে সরকারি চাকরি দেবেন বলেছেন, সঙ্গে তিনি গোটা ঘটনার জন্য গভীর সমবেদনা জানিয়েছেন। সাহায্য হিসেবে নিহত সুদীপ বাবুর স্ত্রীর হাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে কিছু টাকা তুলে দেন সব্যসাচীবাবু বলে জানা গেছে। অন্যদিকে আজ ত্রিপুরা রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয় নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবারকে এককালীন দশ লক্ষ টাকা অর্থসাহায্য করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!