এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার গ্রামের উন্নয়নের দিকে নজর দিলেন মমতা

এবার গ্রামের উন্নয়নের দিকে নজর দিলেন মমতা

পঞ্চায়েত ব্যবস্থার এক নতুন রূপরেখা গড়ে তোলার জন্য এক স্বচ্ছ প্রয়াস শুরু করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ৫৮ হাজার পঞ্চায়েতে গ্রাম সংসদের সভা করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে।মুখ্যমন্ত্রীর বক্তব্য যত বেশি সংখ্যক মানুষ এই ধরনের গ্রাম সংসদের সভায় উপস্থিত হবে, তত বেশি মতামত ও আলোচনার মাধ্যমে গ্রামের উন্নয়নের রূপরেখা নতুন ভাবে তৈরী করা যাবে।নির্দেশানুযায়ী বছরে দু’বার, একবার মে-জুন মাসে এবং দ্বিতীয়টি নভেম্বর-ডিসেম্বর মাসে বৈঠক করা হবে। অধিকাংশ মানুষ যাতে এই বৈঠকে উপস্থিত থাকতে পারে তার জন্য বাড়ি বাড়ি গিয়ে নোটিস দেবার ব্যবস্থা ও মাইকের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থাও করা হবে।সেই সঙ্গে গত পাঁচ বছরে কী কী কাজ হয়েছে, তার পুস্তিকা তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে।গ্রামের কাজের উপর সরাসরি নবান্ন ও পঞ্চায়েত ভবন থেকে নজর রাখতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করারও নির্দেশ দেওয়া হয়েছে।সরকারি এই সকল নির্দেশের দ্বারা গ্রাম পঞ্চায়েত যে উপকৃত হবে তা নিয়ে আশা প্রকাশ করেছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!