এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘এত টাকা কেন্দ্র দেয় না ‘ -তথ্য তুলে ধরে অমিত শাহের কড়া অভিযোগের উত্তর দিল রাজ্য

‘এত টাকা কেন্দ্র দেয় না ‘ -তথ্য তুলে ধরে অমিত শাহের কড়া অভিযোগের উত্তর দিল রাজ্য


সম্প্রতি রাজ্যে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দাবি করেছিলেন,রাজ্যের উন্নয়নে কেন্দ্র দিচ্ছে 3 লক্ষ 60 হাজার কোটি টাকা। সাথে সাথে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেছিলেন, পূর্বের ইউপিএ সরকার রাজ্যকে 1 লক্ষ 32 কোটি টাকা দিয়েছে। যদিও এ প্রসঙ্গে নবান্নের বক্তব্য, রাজ্য ইউপিএ আমলে পেয়েছিল 1 লক্ষ 93 হাজার 400 কোটি টাকা। রাজ্যের অর্থদপ্তর সূত্রের জানা গেছে, চতুর্দশ অর্থ কমিশন রাজ্যকে 2 লক্ষ 53 হাজার 837 কোটি টাকা দিলেও 39 টিল মত কেন্দ্রীয় প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় সেই টাকার পরিমান দাড়িয়েছে 2 লক্ষ 27 হাজার 448 কোটিতে। কেন্দ্রের বিরুদ্ধে নবান্নের অভিযোগ, শুধু 39 টি কেন্দ্রীয় প্রকল্প বন্ধই নয়, পাশাপাশি 58 টি প্রকল্পে টাকার বরাদ্দও কমিয়ে দিয়েছে সরকার। আর তাতেই 3 হাজার 185 কোটি টাকা লোকসানের মুখে পড়তে হচ্ছে রাজ্যের সরকারকে। সূত্রের খবর, জেএনএনইউআরএমের মত প্রকল্পে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করলেও রাজ্য এ ব্যাপারে 18 হাজার কোটি টাকার পরিকাঠামো তহবিল গড়েছে। জিএসটির বর্ষপূর্তির দিন রাজ্যের তরফে খাতায় কলমে এইসব তূলে ধরে কেন্দ্রকে চরমভাবে খোচা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। পাশাপাশি নোট বন্দী ও জিএসটির জেরে রাজ্যের জিডিপি বৃদ্ধির হার কমার পেছনে কেন্দ্রকেই দায়ী করেন তিনি।

 আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বিজেপির সর্বভারতীয় সভাপতী অমিত শাহকে কটাক্ষ করে বলেন, “অমিত শাহ মিথ্যে বলে মানুষকে বিভ্রান্ত করেছেন।যে টাকা রাজ্যকে দেওয়া হয়েছে বলে দাবি করছেন, সেই টাকা রাজ্যের কোষাগারে ঢোকেনি।” সূত্রের খবর, 2013-14 সালে ব্যাঙ্কে আনুৎপাদক সম্পদ যেখানে ছিল 2 লক্ষ 9 হাজার কোটি টাকা, ঠিক সেখানে বিজেপি সরকারের আমলে তা বেড়ে দাড়ায় 9 লক্ষ 1 হাজার কোটি টাকায়। আর এদিন এই প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে দেশের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙে ফেলার অভিযোগ আনেন রাজ্যের অর্থমন্ত্রী।রাজনৈতিক বিশ্লেষকদের মতে,জিএসটির বর্ষপূর্তির দিনে কেন্দ্রের অমিত শাহর রাজ্যে এসে করা প্রশ্নের জবাব কড়া ভাষাতেই দিলেন রাজ্যের অমিত মিত্র,আর সব মিলিয়ে দুই অমিতের বাকযুদ্ধে সরগরম রাজ্য-রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!