এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘‘চোখের আলো প্রকল্পেও কাটমানি আছে, চশমা বিলি থেকেও ভাইপো অ্যান্ড কোম্পানির কমিশন আছে৷’’- বিস্ফোরক শুভেন্দু

‘‘চোখের আলো প্রকল্পেও কাটমানি আছে, চশমা বিলি থেকেও ভাইপো অ্যান্ড কোম্পানির কমিশন আছে৷’’- বিস্ফোরক শুভেন্দু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে জনতা জনার্দনকে সন্তুষ্ট করতে যে কটি নয়া প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার, তার মধ্যে একটি হলো চোখের আলো প্রকল্প। গতকাল চেতলার মেয়রস ক্লিনিকে চোখের আলো প্রকল্পের উদ্বোধন করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। উদ্বোধনের পর বেশ কিছু মানুষকে চশমা উপহারও দিলেন তিনি। গত ৫ ই জানুয়ারি চোখের আলো প্রকল্প ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। চোখের চিকিৎসা করতে ও অন্ধত্ব দূর করতে এই প্রকল্প ঘোষণা করে রাজ্য সরকার।

চোখের আলো প্রকল্পের মাধ্যমে ৫ বছরে ২০ লক্ষ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ দেয়া হবে। দরকার হলে বিনামূল্যে চশমার ব্যবস্থাও রাজ্য সরকারের পক্ষ থেকে করা হবে। রাজ্যের এই প্রকল্পকে তীব্র কটাক্ষ বিজেপি নেতৃত্বর। বিজেপির অভিযোগ রাজ্য সরকারের চোখের আলো প্রকল্প কেন্দ্র সরকারের ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস অ্যান্ড ভিস্যুয়াল ইমপেয়ারমেন্ট প্রকল্পের অনুকরণ মাত্র। কেন্দ্রের এই প্রকল্পটির নাম বদলে রাজ্যে চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি শিবির। এর প্রতুত্যর করেছে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী জানালেন যে, রাজ্যের চোখের আলো প্রকল্পতেও রয়েছে কাট মানি। চশমা বিলি থেকেও কমিশন নিচ্ছে ভাইপো অ্যান্ড কোম্পানি। গত পরশু শুভেন্দু অধিকারী এই প্রকল্পকে কটাক্ষ করেছিলেন, গতকালও তিনি তা করলেন। আবার, রাজ্য সরকারের এই প্রকল্প সম্পর্কে রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানালেন যে, অন্ধত্ব দূর করতে এ ধরনের একটি প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের। যা সারাদেশে চলছে। তৃণমূল এখানে কেন্দ্রীয় সরকারের প্রকল্পই বেনামে করবার চেষ্টা করছে।

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের এই কটাক্ষের জবাবে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন যে, পশ্চিমবঙ্গের কন্যাশ্রীর কপি করেছে বিজেপি। তাতে কি হয়েছে? মানুষের তো উপকার হচ্ছে। তিনি জানালেন যে, বিজেপি সবকিছুতেই এসব বলে থাকে। বিজেপির অভিযোগ, কেন্দ্রের একাধিক প্রকল্পর নাম বদলে দিয়ে তা নিজের নামে চালাচ্ছে তৃণমূল আর বিভ্রান্ত করছে রাজ্যের আমজনতাকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!