এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গ নিয়ে পৃথক রাজ্যের দাবি তোলা বিজেপি সাংসদের সঙ্গে রাজ্যপালের বৈঠক, বড় সিদ্ধান্তের ইঙ্গিত!

উত্তরবঙ্গ নিয়ে পৃথক রাজ্যের দাবি তোলা বিজেপি সাংসদের সঙ্গে রাজ্যপালের বৈঠক, বড় সিদ্ধান্তের ইঙ্গিত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাভাগ ইস্যু। উত্তরবঙ্গের বঞ্চনার কথা তুলে ধরে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করেন। যেখানে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলতে দেখা যায় তাকে। পাশাপাশি এই ব্যাপারে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে তার দাবি পেশ করবেন বলেও জানিয়ে দেন এই বিজেপি সাংসদ। আর এই ঘটনার পরেই রীতিমত আলোড়ন পড়ে যায় গোটা রাজ্যজুড়ে।

নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বাংলাভাগ তিনি মেনে নেবেন না। পাশাপাশি উত্তরবঙ্গের হেভিওয়েট এই বিজেপি সাংসদের বক্তব্যের প্রতিবাদে উত্তরবঙ্গের প্রতিটি জেলার তৃণমূল নেতারা রীতিমত সাংবাদিক বৈঠক করে তাদের প্রতিবাদ জানাতে শুরু করেন। শুধু তাই নয়, বিজেপি সাংসদ বাংলা ভাগের পক্ষে মতামত দেওয়ার পর বিজেপির রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে তাকে সমর্থন করা হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, এটা সাংসদের নিজস্ব বক্তব্য।

এর সঙ্গে দলের কোনো যোগ নেই। স্বাভাবিক ভাবেই জন বারলার মন্তব্যকে কেন্দ্র করে রীতিমত আশা আশঙ্কার পারদ বাড়তে শুরু করেছিল বাংলা জুড়ে। আর এরমাঝেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে সরব হওয়া সেই বিজেপি সাংসদ দেখা করতে চলেছেন রাজ্যপাল জাগদীপ ধনকারের সঙ্গে। স্বাভাবিক ভাবেই তার এই সাক্ষাতকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বাড়তে শুরু করেছে জল্পনা।

তাহলে কি তিনি উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার যে দাবি তুলেছেন, সেই দাবি নিয়েই আজ রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন? খবর নিয়ে জানা গেল, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের রাজ্যপালের দ্বারস্থ হওয়ার পেছনে অন্য কারণ রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে সারা রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসা ক্রমবর্ধমান। ইতিমধ্যেই বিরোধী দলের পক্ষ থেকে বারবার রাজ্যপালের কাছে হিংসা থামানোর জন্য শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাল্টা শাসক দলকে আক্রমণ করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাজ্যপাল। যা তৃণমূলের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ। আর সেই হিংসার ঘটনা তুলে ধরতেই আজ রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। যেখানে তার নিজের লোকসভা কেন্দ্রে বিজেপির কর্মী-সমর্থকরা যেভাবে রাজনৈতিক হিংসার শিকার হচ্ছেন, সেই সমস্ত বিষয় নিয়েই তিনি আজ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে খবর।

এদিন এই প্রসঙ্গে বিজেপি সাংসদ জন বারলা বলেন, “তৃণমূল কর্মীদের অত্যাচারের শিকার হয়ে আমার বাড়িতে আশ্রয় নিচ্ছেন বিজেপি নেতা কর্মীরা‌। আমি রাজ্যপালের দ্বারস্থ হয়ে তাকে সমস্ত বিষয় জানাব।” পাশাপাশি তিনি যাতে সশরীরে আলিপুরদুয়ারের আসেন এবং গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন, সেই ব্যাপারেও সাংবিধানিক প্রধানকে আবেদন জানানো হবে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এখন যে একেবারে তেতেফুড়ে নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর হিংসার ঘটনাকে নিয়ে তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দিতে চাইছে, তা একপ্রকার পরিষ্কার।

ইতিমধ্যেই একাধিকবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে রাজ্যের আইনশৃঙ্খলা এবং ভোটের ফলাফল পরবর্তী হিংসার কথা তুলে ধরেছেন তিনি। আর সেই বিষয়েই অভিযোগ জানাতে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা।

তবে কিছুদিন আগেই তিনি পৃথক রাজ্য হিসেবে উত্তরবঙ্গকে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন। সেদিক থেকে এই বিষয়ে তিনি রাজ্যপালের সঙ্গে কোনো আলোচনা করেন কিনা, তা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। সব মিলিয়ে জন বারলার রাজ্যপালের সাক্ষাতকে কেন্দ্র করে জল্পনা ক্রমশ বাড়ছে রাজ্যজুড়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!