এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কিছুটা শিথিল করা হলো বিধিনিষেধ, ছাড় দেওয়া হলো বেশ কিছু ক্ষেত্রে, দেখে নিন নতুন নির্দেশিকা

কিছুটা শিথিল করা হলো বিধিনিষেধ, ছাড় দেওয়া হলো বেশ কিছু ক্ষেত্রে, দেখে নিন নতুন নির্দেশিকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে এখনও করোনা সংক্রমণ দূর হয়নি। এ কারণে এখনই বিধিনিষেধ তুলে দেয়া হবে না বলে, সরকারের পক্ষ থেকে ইতিপূর্বে জানানো হয়েছে। আগামী ৩১ সে আগস্ট পর্যন্ত বিধিনিষেধ জারি রাখার কথা ঘোষণা করা হয়েছে। তবে, এবার কিছু ক্ষেত্রে নতুন করে ছাড় দেওয়া হল সরকারের পক্ষ থেকে। নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ১৬ ই আগস্ট থেকে এই নির্দেশিকা কার্যকর হতে চলেছে।

নতুন নির্দেশিকাতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে। নতুন নির্দেশিকাতে নাইট কারফিউ রাত ৯ টার পরিবর্তে শুরু হবে রাত ১১ টা থেকে। অন্যদিকে, রেস্তোরাঁ ও বারগুলিকে রাত ১০ টা পর্যন্ত খোলার অনুমতি দেয়া হয়েছে। এতদিন পর্যন্ত এগুলি রাত ৮ টা পর্যন্ত খোলা থাকত। এবার থেকে এগুলি রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামী ১৬ ই আগস্ট থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। অর্থাৎ, সেদিন থেকে রাত আটটার পরিবর্তে রাত দশটা পর্যন্ত রেস্তোরাঁ, বারগুলি খোলা থাকবে। অন্যদিকে, থিয়েটার হল, মঞ্চ, ওপেন থিয়েটারগুলি ৫০% দর্শক নিয়ে চালু করা যাবে বলে জানানো হয়েছে। আবার, স্টেডিয়াম, সুইমিংপুল গুলিও ৫০ % দর্শক নিয়ে চালু করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার।

তবে, রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা এখনই চালু হবে না বলে, জানা গেছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রাত আটটা পর্যন্তই রেস্তোরাঁ ও বারগুলি খোলা থাকার কারণে যথেষ্ট ক্ষতির মুখ দেখতে হয়েছিল সেখানকার মালিক-কর্মচারীদের। তাই রেস্তোরাঁ ও বার খোলার সময়সীমা বৃদ্ধি দাবি করেছিলেন অনেকে। এবার তাদের দাবি মেনে নিয়েছে সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!