এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একাধিক ইস্যুতে তৃণমূলকে একহাত বিরোধী দলনেতা শুভেন্দুর, প্রবল কটাক্ষের মুখে শাসকদল

একাধিক ইস্যুতে তৃণমূলকে একহাত বিরোধী দলনেতা শুভেন্দুর, প্রবল কটাক্ষের মুখে শাসকদল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একাধিক ইস্যুতে তৃণমূলকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়িতে এসে বাড়ির দরজা ভেঙ্গে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর থানায় বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। তাঁরা অভিযোগ করেছেন, যারা আক্রান্ত হয়েছেন, তাদেরকেই গ্রেপ্তার করেছে পুলিশ। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানালেন, এই ঘটনার জন্য ধিক্কার জানাবার কোনো ভাষা নেই। মধ্যরাতে সজল ঘোষ সহ এলাকার বেশ কিছু বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল। এরপর সকালে আবার তাঁরা আক্রান্ত হয়েছেন।

যাদেরকে নিরাপত্তা দেওয়া প্রয়োজন, তাদেরকেই গ্রেফতার করা হয়েছে। এক নিরপরাধ ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সজল ঘোষ সব সময় প্রতিবাদী। তাঁরা একসঙ্গে ছাত্র রাজনীতি করেছেন। মিথ্যে মামলায় এভাবে তাঁকে গ্রেপ্তার করা সজল ঘোষ মেনে নিতে পারেননি। সম্প্রতি একাধিকবার বেফাঁস মন্তব্য করতে দেখা যাচ্ছে মুকুল রায়কে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেও বিজেপির বিধায়ক পদ এখনো ধরে রেখেছেন তিনি। এবার মুকুল রায় প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানালেন যে, মুকুল রায় কোন দলে রয়েছেন? সে প্রশ্নের উত্তর দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি ঢাকঢোল বাজিয়ে ভাইপোকে সঙ্গে নিয়ে তৃণমূল ভবনে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন বলে জানিয়েছিলেন। তাঁকে পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, তৃণমূলের খেলা হবে দিবসের পাল্টা হিসেবে গতকাল খেলা দিবস পালন করেছে বিজেপি। গতকাল ঘাটালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানমঞ্চ থেকে তিনি জানান যে, ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র ভোট চাই ভোট দেওয়ার মধ্যে দিয়ে কাজ শেষ করে না। কোথাও বৃক্ষরোপণ, কোথাও রক্তদান শিবির, করোনা সংক্রমণের সময়ে মানুষের পাশে দাঁড়ানো, জনসেবা এই ধরনের নানা সামাজিক কাজ করে থাকে। বিজেপির বিচার ধারা, আদর্শ হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ।

আবার তৃণমূলের খেলা হবে দিবস পালন সম্পর্কে শুভেন্দু অধিকারী জানান, সরকার প্রতিদিনই খেলা করতে পারে। তার কোনো সমস্যা নেই। কিন্তু ১৬ তারিখে এর আয়োজন না করতে। কেননা ১৬ ই আগস্ট ১৯৪৬ সালে ডাইরেক্ট একশন ডে পালন করা হয়েছিল। কলকাতার মাটি সেদিন রক্তাক্ত হয়েছিল। এই দগদগে ঘায়ে নুনের ছিটে না দিতে অনুরোধ করলেন তিনি। তিনি জানালেন, ১৬ ই আগস্ট তারিখটি বাঙালিরা বেদনাঘন দিন হিসেবে পালন করে থাকেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!