এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কিভাবে বিজেপিনেতা ‘কিনতে’ চাইছে তৃণমূল – শীঘ্রই তার প্রমান সামনে আসবে? বাড়ছে জল্পনা

কিভাবে বিজেপিনেতা ‘কিনতে’ চাইছে তৃণমূল – শীঘ্রই তার প্রমান সামনে আসবে? বাড়ছে জল্পনা

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক নতুন অভিযোগ আনলো গেরুয়া শিবির। এর আগেও এমন অভিযোগ একাধিক বার শোনা গেলেও শেষ অবধি তা প্রমাণ করতে পারেনি বিজেপি। সম্প্রতি বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক , বিরোধী দলের নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরে বিজেপি এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পুরনো অভিযোগ নতুন করে আনলো। গেরুয়া শিবিরের অভিযোগ তৃণমূল কংগ্রেস দলের সদস্যপদ গ্রহণের জন্যে তাদের দলীয় কর্মী ও সমর্থকদের রীতিমতো প্রলোভন দেখানো হচ্ছে।

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা এদিন অভিযোগ করলেন যে ঐ দলেরই নেতা জন বারলাকে আর্থিক প্রলোভন দেখানো হয়েছে। একই সাথে বিজেপির জেলার সভাপতি জানালেন এই অভিযোগ প্রমাণ করার জন্যে প্রয়োজনীয় হুমকি ও আর্থিক টোপের ভয়েস রেকর্ড তাঁদের কাছে আছে। সময় হলেই সেগুলো প্রকাশ্যে নিয়ে আসা হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

উল্লেখ্য সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী উন্নয়ন কমিটির চেয়ারম্যান করা হয়েছে। বিজেপির দাবি,  এর আগেও একজন পুলিশ কর্তাকে দিয়ে বিজেপি নেতা জন বারলাকে প্রলোভন দেখানো হয়েছিলো। বলা হয়েছিলো তাঁকে আদিবাসী উন্নয়ন কমিটির চেয়ারম্যান করা হবে। এমনটাই দাবি করলেন গেরুয়া শিবিরের জেলা সভাপতি।

একই সাথে বিজেপি নেতা জন বারলাকে আর্থিক প্রলোভন সহ, নিরাপত্তারক্ষী এবং প্রচুর ক্ষমতা সুযোগ পূর্ণ জীবনের লোভও দেখানো হয় বলে তিনি দাবি করলেন। জেলা সভাপতি একই সাথে তাঁর অভিযোগ তালিকা দীর্ঘ করে বললেন, পুলিশ আধিকারিক তাঁকে তৃণমূল কংগ্রেস সভাপতি মোহন শর্মার সঙ্গে বৈঠক করার পরামর্শও দেন। বিজেপি জেলা সভাপতি বললেন, ” আমাদের নেতা-কর্মীরা তৃণমূলের এই ফাঁদে পা দেয়নি। তার কারণ তাঁরা নীতি-আদর্শে বিশ্বাসী। আমাদের নেতারা সেই অডিও ক্লিপিংস দলের হাতে তুলে দিয়েছে। আমরা সেসব সংবাদমাধ্যমের সামনে আনব।” অন্যদিকে তৃণমূল কংগ্রেস সভাপতি এই অভিযোগ কে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে বললেন, ” এসব অভিযোগ ভিত্তিহীন। প্রমাণ থাকলে তা সামনে আনুন।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!