এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > নির্বাচন শুরু হয়ে গেছে, কিন্তু এখনো প্রার্থী সমস্যা রয়ে গেছে মোর্চার অন্দরে

নির্বাচন শুরু হয়ে গেছে, কিন্তু এখনো প্রার্থী সমস্যা রয়ে গেছে মোর্চার অন্দরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য জুড়ে চলছে দ্বিতীয় দফার নির্বাচন। আজকে 30 টি কেন্দ্রে নির্বাচন চলছে। দু’দফার নির্বাচন সম্পূর্ণ হওয়ার পথে। কিন্তু এই অবস্থাতেও এখনো পর্যন্ত প্রার্থী সমস্যা কাটাতে পারল না সংযুক্ত মোর্চা। ইতিমধ্যে আবারও প্রার্থী সমস্যা দেখা দিয়েছে কাটোয়া কেন্দ্রে। সূত্রের খবর, কাটোয়া কেন্দ্রের প্রার্থী দেওয়া নিয়ে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। ফলস্বরূপ, এবার ওই জায়গায় প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাম শিবির। কাটোয়া আসনটি সংযুক্ত মোর্চার তরফ থেকে কংগ্রেসকে ছাড়া হয়েছিল এবার। কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে প্রবীর গাঙ্গুলীকে। কিন্তু এই প্রবীর গাঙ্গুলীকে নিয়ে কংগ্রেসে শিবিরের অন্দরেই শুরু হয়েছে ব্যাপক কোন্দল।

কংগ্রেসের স্থানীয় একটি অংশ ইতিমধ্যেই দাবি তুলেছে প্রবীর গাঙ্গুলী নয়, বরং প্রার্থী করতে হবে তৃণমূল ছেড়ে আসা রণজিৎ চট্টোপাধ্যায়কে। বিক্ষুব্ধদের অভিযোগ, কংগ্রেস প্রার্থী প্রবীর গাঙ্গুলীর সাথে কাটোয়াবাসীদের কোন জনসংযোগ নেই। উল্লেখ্য, বিক্ষুব্ধ কংগ্রেসীরা যাকে প্রার্থী করার কথা বলেছেন, সেই রনজিৎ চট্টোপাধ্যায় যিনি তৃণমূল থেকে কংগ্রেসে গিয়েছেন তিনি আবার একই সাথে কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ভাইপো। সব মিলিয়ে কংগ্রেস শিবির যখন চূড়ান্ত অস্বস্তিতে প্রার্থী নির্বাচন নিয়ে, ঠিক সেসময় সিপিএম এর পক্ষ থেকে ইতিমধ্যেই ঘোষণা করে দিল তাঁদের প্রার্থীর নাম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কংগ্রেসের প্রার্থী প্রবীর গাঙ্গুলী ইতিমধ্যেই এলাকায় কংগ্রেস ও সিপিএম কর্মীদের নিয়ে মিটিং, মিছিল করে প্রচার শুরু করেছেন। সেক্ষেত্রে সিপিএম যে ওই আসনে প্রার্থী দিচ্ছে, সে ব্যাপারটি তিনি জানেন না বলে জানা গিয়েছে। পাল্টা তিনি দাবি করেছেন, যেহেতু কংগ্রেসের মনোনয়ন জমা দিতে দেরি হচ্ছে সেক্ষেত্রে সিপিএমের এটি কৌশল হতে পারে। অন্যদিকে জানা গিয়েছে, সিপিএমের তরফ থেকে সুদীপ্ত বাগচীকে প্রার্থী করা হবে এবং তিনি বৃহস্পতিবার মনোনয়ন জমা দেবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, 2019 এর লোকসভা নির্বাচনের নিরিখে কাটোয়া থেকে প্রায় 2 হাজার ভোটে এগিয়ে রয়েছে বিজেপি।

তবে কাটোয়া এলাকায় কিন্তু কংগ্রেসের প্রভাব বেশি। 2011 সালের ভোটে কংগ্রেস প্রার্থী হিসেবে সেখানে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেতেন। পরে তিনি তৃণমূলে যোগ দেন। 2016 তেও তিনি খুব কম ভোটের ব্যবধানে জিতেছিলেন বলে জানা গিয়েছে। তবে সব মিলিয়ে কাটোয়া বিধানসভার প্রার্থী দেওয়া নিয়ে সংযুক্ত মোর্চার অন্যতম দল কংগ্রেস যে তীব্র অস্বস্তির মুখে, সে কথা অনস্বীকার্য। আপাতত কাটোয়া বিধানসভার প্রার্থী কে হতে চলেছেন, তাই নিয়ে চলছে তীব্র সমালোচনা রাজনৈতিক মহলে। অবশেষে মনোনয়ন জমা দেন কোনজন, সে দিকেই লক্ষ্য রয়েছে সবার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!