এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের আগের রাতে হত্যা তৃণমূল কর্মীর, অভিযোগের আঙুল বিজেপির দিকে

ভোটের আগের রাতে হত্যা তৃণমূল কর্মীর, অভিযোগের আঙুল বিজেপির দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট চলছে কেশপুরে, আর তার আগের রাতেই রাজনৈতিক হিংসার বলি হতে হল রাজনৈতিক কর্মীকে। এক সময় রাজনৈতিক হিংসা বললেই আগে নাম আসত কেশপুরের। পরিস্থিতি যে বদলায়নি তা প্রমাণিত। সেই কেশপুরে আবার নতুন করে অশান্তি। প্রাণ গেল এক তৃণমূল কর্মীর। নির্বাচনের সাথে সাথে ক্রমাগত বেড়ে চলেছে রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসা। 

যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই হিংসা আটকানোর জন্য রাজ্যে নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনীর আগমন হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখাতে পিছপা নয় কেউই। কেশপুরে গতকাল গভীর রাতে তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

যথারীতি গেরুয়া শিবির এই অভিযোগ অস্বীকার করেছে। ইতিমধ্যেই ঘটনার পরিপ্রেক্ষিতে 8 জন গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। তবে তাদের রাজনৈতিক পরিচয় এখনো জানা যায়নি। অন্যদিকে ইতিমধ্যেই নির্বাচন কমিশন এই ঘটনার রিপোর্ট তলব করেছে। সূত্রের খবর, গতকাল রাতে কেশপুর ব্লকের ৪ নম্বর অঞ্চলের দাদপুর গ্রামের হরিহরচক বুথে উত্তম দলুই নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে রাতের বেলা বেশ কিছু দুষ্কৃতী হামলা চালায়। তৃণমূলের দাবী, এই দুষ্কৃতীরা বিজেপি আশ্রিত। উত্তম দোলুইয়ের পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয় বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান। এই ঘটনায় ব্যাপক ভাবে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। একই সাথে এই নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। এই মুহূর্তে এলাকা রীতিমত থমথম করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উত্তেজনা আটকাতে নজিরবিহীন নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা। টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন। অন্যদিকে আজকে এই কেন্দ্রে ভোট। স্বাভাবিকভাবেই এই ঘটনা ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই।

প্রসঙ্গত কেশপুর কেন্দ্রটি বরাবরই তৃণমূলের গড় হিসেবে পরিচিত। এই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়াইয়ে নেমেছেন বিদায়ী বিধায়ক শিউলি সাহা। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রীতিশ  রঞ্জন কুঁয়ার রয়েছেন এবং সিপিএমের রামেশ্বর দোলুই। ভোটের আগের রাতে এভাবে তৃণমূল কর্মীর হত্যা তীব্র চাঞ্চল্যের পাশাপাশি বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই বলতে শুরু করেছেন নজিরবিহীন নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এই হত্যাকান্ড ঘটল কেশপুরে? আপাতত কেশপুরে ভোট চলছে। অশান্তি এড়ানোর জন্য নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নিয়েছে। নজর সবার নির্বাচনের দিকেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!