এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “জয় শ্রীরাম” স্লোগানের মুখে তৃণমূলের তারকা প্রার্থী, উগরে দিলেন ক্ষোভ!

“জয় শ্রীরাম” স্লোগানের মুখে তৃণমূলের তারকা প্রার্থী, উগরে দিলেন ক্ষোভ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার বুথ পরিদর্শনে গিয়ে “জয় শ্রীরাম” স্লোগান শুনতে হল চন্ডীপুরের তৃনমূল প্রার্থী তথা বিশিষ্ট অভিনেতা সোহম চক্রবর্তী। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গেছে, আজ বৃহস্পতিবার চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন। আর সেখানেই বুথ পরিদর্শনে গিয়ে তৃনমূলের তারকা প্রার্থীকে পড়তে হল রামনামের স্লোগানের মুখে। যে ঘটনায় রীতিমত ক্ষোভ উগরে দিয়েছেন সোহম চক্রবর্তী।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন বেলা ৯ টার সময় মহম্মদপুর 1 নম্বর ব্লকে পৌঁছন সোহম চক্রবর্তী। যেখানে তিনি বুথের কাছাকাছি পৌঁছে যেতেই জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বিজেপির কর্মী সমর্থকদের একাংশ। আর এরপরই বুথে থাকা কেন্দ্রীয় বাহিনীদের কাছে অভিযোগ জানান সোহম চক্রবর্তী। কেন এভাবে জটলা করে স্লোগান দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, এই “জয় শ্রীরাম” স্লোগান নিয়ে মাঝেমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। সম্প্রতি নন্দীগ্রামে প্রচারের শেষ দিনে “জয় শ্রীরাম” স্লোগানের মুখে পড়তে হয়েছিল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার ভোটের দিনে সেই বিজেপি কর্মী সমর্থকদের জয় শ্রীরামে স্লোগানে রীতিমত ক্ষোভে ফেটে পড়লেন সোহম চক্রবর্তী। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!