এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ে কে হবেন রাজ্যজয়ের কান্ডারী? জানালেন হেভিওয়েট বিজেপি নেতা

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ে কে হবেন রাজ্যজয়ের কান্ডারী? জানালেন হেভিওয়েট বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যেকোনো সময়ে ঘোষিত হওয়ার সম্ভাবনা আছে। যে কোন সময় বলবত হতে পারে আদর্শ আচরণবিধি। আর আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখলে তৎপর হয়ে উঠেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কিন্তু একটি বিষয়ে বিজেপি বারবার পিছিয়ে পড়ছে তৃণমূলের কাছে। তা হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে নির্ভরযোগ্য কোন রাজ্য বিজেপি মুখ এখনো পর্যন্ত নির্ধারণ করতে পারেনি বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একাধিকবার রাজ্যে এলেও মুখ্যমন্ত্রীর বিকল্প কোন নির্ভরযোগ্য মুখ এখনো পর্যন্ত ঘোষণা করেনি। এই বিষয়টি কার্যত স্বীকার করে নিলেন বিজেপি নেতা অনুপম হাজরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি হেভিওয়েট বিজেপি নেতা অনুপম হাজরা জানালেন যে, বিজেপিতে এমন কোনো নেতা নেই, যাকে প্রজেক্ট করে হারানো যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই হারাতে পারেন। এককথায়, দেশজুড়ে যেমন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ম্যাজিক রয়েছে, রাজ্যে তেমনি রাজ্যে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারিশমা।

তিনি জানালেন, মোদি ম্যাজিকের উপরে নির্ভর করেই গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে ১৮ টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনেও প্রধানমন্ত্রীর ম্যাজিক রাজ্যে কার্যকরী হবে বলে আশাবাদী বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি জানালেন যে, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী যতই জনসভা করবেন, ততই মঙ্গল হবে বিজেপির। এভাবে, মুখ্যমন্ত্রীর বিকল্প হিসেবে উপযুক্ত ও নির্ভরযোগ্য রাজ্য বিজেপির মুখের অভাবের বিষয়টি কার্যত স্বীকার করেই নিলেন বিজেপি নেতা অনুপম হাজরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!